জগন্নাথপুর টাইমস ডেস্ক :
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ সম্পন্ন হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা, ইউকে এর উদ্যোগে সেলাই মেশিন বিতরণী অমুষ্ঠান গত ২৬ আগস্ট, মঙ্গলবার উপজেলা সদরের মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা, ইউকের কোষাধ্যক্ষ আব্দুল মুমিন এর সভাপতিত্বে ও সংগঠনের জেনারেল সেক্রেটারি সৈয়দ আশফাক আহমদের পরিচালনায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন আহমেদ সোহেল, জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা, ইউকের প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদীয় মূখ্যপাত্র (লন্ডন) সৈয়দ নুরুল ইসলাম (দুলু), জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা, ইউ.কের সাংগঠনিক সম্পাদক, মোঃ ফয়জুর রহমান (ছমির), সদস্য মোঃ এনামুল ইসলাম, সুনামগঞ্জ জজ কোর্টের অ্যাডভোকেট সৈয়দ সাফায়াত আহমেদ, দয়ামীর কলেজের অধ্যক্ষ সাব্বির আহমেদ, ইসলামি ব্যাংকের কর্মকর্তা শেখ মোঃ ওলি উল্লাহ, কমিউনিটি নেতা শাহাজাহান মিয়া প্রমুখ ।
সভায় উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নে ২৭টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
সংগঠনের জেনারেল সেক্রেটারি সৈয়দ আশফাক আহমেদ জানান, জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠার পর থেকে সামাজিক ও মানবিক কাজ করে আসছে। যার ধারাবাহিকতায় এবার হতদরিদ্রদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদান করা হয়। আগামীতে এধরণের মহতি কার্যক্রম অব্যহত থাকবে।
সংবাদ বিজ্ঞপ্তি