কার্ডিফ থেকে সৈয়দ কাহের :
ওয়েলসে — কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট ও কমিউনিটি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭শে আগস্ট) ওয়েলসের নিউপোর্ট সিটিতে অনুষ্টিত হলো
“কেল্টিক টাইগার্স ১০০ বল ক্রিকেট টুর্নামেন্ট ও কমিউনিটি ফেস্টিভ্যাল ২০২৫”।
কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাব সফলভাবে আয়োজন করেছে এই ফেস্টিভ্যাল খেলাধুলার সংস্কৃতির মাধ্যমে কমিউনিটির মানুষকে একত্রিত করা এবং সৌহার্দ্য বৃদ্ধি করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা, উৎসব এবং অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয়েছিল এক আনন্দঘন মিলনমেলায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি জেসিকা মরডেন এমপি, কাউন্সিলর দিমিত্রি বাত্রুনি (নেতা, নিউপোর্ট সিটি কাউন্সিল), কাউন্সিলর জেমস ক্লার্ক (ক্যাবিনেট মেম্বার), বাংলাদেশ হাই কমিশনের কমার্শিয়াল কনসাল তানভির আজিম এবং বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।
আয়োজনে বিশেষ ভূমিকা রাখেন কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাবের নেতৃত্ব ও সদস্যরা। ডিরেক্টর শাহ জাহান, ট্রেজারার ফয়সাল রহমান, ম্যানেজার রুহুল আমিন, বোর্ড ডিরেক্টর মুক্তার আহমেদ, আবদুর রউফ তালুকদার, মাহবুব নূর, শাহ শফী, সায়েম চৌধুরী, মইন চৌধুরী লিপু, জিতু মিয়া এবং বোর্ড মেম্বার মোঃ সবুজ মিয়া, সাইদুল ইসলাম, মোঃ শামসুল হুসাইন আদিল ও শাহজাহান তালুকদার তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অনুষ্ঠান সফল করতে সহায়তা করেন।
প্রথম সেমিফাইনালে কেল্টিক টাইগার্স ১৫ রানের জয় পেয়ে ফাইনালে ওঠে। অন্যদিকে কার্ডিফ ইউনাইটেড সোয়ানসি ওয়ারিয়র্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
চূড়ান্ত ম্যাচে কেল্টিক টাইগার্স দুর্দান্ত বোলিং আক্রমণে কার্ডিফ ইউনাইটেডকে মাত্র ৬৮ রানে অলআউট করে। সহজ লক্ষ্য তাড়া করে ৬ উইকেটের জয় নিয়ে শিরোপা জিতে নেয় কেল্টিক টাইগার্স।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে প্রথম সেমিফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হন কেল্টিক টাইগার্স-এর আশরাফুল।
দ্বিতীয় ম্যাচে কার্ডিফ ইউনাইটেড-এর আকিব, আর ফাইনালে কেল্টিক টাইগার্স-এর থায়েব নাসির। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন আশরাফুল।
শুধু ক্রিকেট নয়, দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ছিল খাবারের স্টল, জুয়েলারি ও মিষ্টির দোকান, শিশুদের ক্রিকেট কর্নার, কিক ডার্টস এবং আকর্ষণীয় র্যাফেল ড্র। বিভিন্ন কমিউনিটির মানুষ এ উৎসবে অংশগ্রহণ করেন এবং উদ্যোগটির প্রশংসা করেন।
কেল্টিক টাইগার্স স্পোর্টস ক্লাব জানিয়েছে, খেলাধুলা মানুষকে একত্রিত করে ভ্রাতৃত্ব গড়ে তোলে এবং ইতিবাচক শক্তি ছড়ায়। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেছে সংগঠনটি।
স্পন্সর করেছেন: ইউরো ফুড গ্রুপ, ত্রি এলিফেন্ট, মাছ বাজার, ইকো ফুড, আব্রাহাম ডিন একাউন্টেন্ট, সেন্ট্রাল বিজনেস সল্যুশন, টামারিন্ড এক্সপ্রেস, জুয়েল বালতি, রেড ফোর্ট ও হাঙরি এলিফ্যান্ট।