মির্জা আবুল কাসেম, জগন্নাথপুর টাইমস ডেস্ক :
২০২৬ সালে বাংলাদেশী পাসপোর্টে লন্ডন থেকে পবিত্র হজে গমনকারীদের জন্য গাইডলাইন ফেয়ার ও প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছে কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড। আগামী ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ইস্ট লন্ডন মসজিদের দ্বিতীয় তলায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে লন্ডন-বাংলা প্রেসক্লাবে কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।
সংবাদ সম্মেলনে বলা হয়, হজ্ব মুসলিম উম্মাহর অন্যতম স্তম্ভ বা বিধান। বিশ্বের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিনিয়ত হজ্ব বা ওমরা পালনের জন্য অসংখ্য মানুষ কাবার পানে ছুটে চলেন অবিরত। তবে বৈরী আবহাওয়া ও নানা জটিলতায় হজযাত্রীরা প্রায়ই ভোগান্তিতে পড়েন। এ কারণে হজ সফরকে সহজ ও সুন্দর করতে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। প্রায় এক যুগ ধরে ইউরোপসহ প্রবাসী বাংলাদেশিদের হজসেবা দিয়ে আসছে কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে NUSUK সিস্টেমের কারণে ইউরোপ কোটায় হজ অনেক ব্যয়বহুল। তাছাড়াও কোটা ব্যবস্থা বিদ্যমান থাকায় এ সংকট আরো প্রকট হয়ে পড়েছে। এ অবস্থায় প্রবাসী বাংলাদেশিদের কথা বিবেচনায় রেখে বাংলাদেশি পাসপোর্টে সর্বনিম্ন চার হাজার পাউন্ডে নিশ্চয়তা দিয়ে হজে যাওয়ার ব্যবস্থা করছে কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। এ কার্যক্রমকে আরও সুন্দর ও কার্যকর করার লক্ষ্যে এবং আগ্রহী হজযাত্রীদের প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা সম্পর্কে জানাতে আগামী ১৯ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ইস্ট লন্ডন মসজিদের দ্বিতীয় তলায় হজ গাইডলাইন প্রোগ্রাম ও ফেয়ারের আয়োজন করা হয়েছে। এতে প্রধান আলোচক হিসাবে থাকবেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার ও দায়ী অধ্যাপক মফিজুর রহমান। প্রধান অতিথি হিসাবে থাকবেন বিশিষ্ট মোফাচ্ছির ও গবেষক ডক্টর মাওলানা আবুল কালাম আজাদ বাশার। সংশ্লিষ্টরা লন্ডনপ্রবাসী বাংলাদেশিদের উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণের আহ্বান জানান পাশাপাশি তাদের সহযোগিতা কামনা করেন।