জগন্নাথপুর টাইমসসোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্যের ত্রয়োদশ বাংলাদেশ বইমেলা, লেখকদের উচ্ছ্বাস

Jagannathpur Times Uk
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মির্জা আবুল কাসেম, জগন্নাথপুর টাইমস :

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্যের উদ্যোগে শুরু হয়েছে “ত্রয়োদশ বাংলাদেশ বইমেলা।

রবিবার (১৪ সেপ্টেম্বর) লন্ডনের ব্র্যাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে দুই দিনব্যাপী এই বইমেলা ও উৎসবের মূল লক্ষ্য ছিল প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য-সংস্কৃতির প্রচার ও প্রসার ঘটানো।

উদ্বোধনী অনুষ্ঠান প্রথম দিনের অনুষ্ঠানমালার সূচনা হয় বেলুন উড়িয়ে ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলা একাডেমি, ঢাকার সাবেক মহাপরিচালক, ভাষাবিদ ও গবেষক প্রফেসর মাহমুদ শাহ কোরেশী।
অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন- কবি শামীম আজাদ, গায়ক শুভ্র দেব, ইংলিশ কবি জো উইন্টার, কবি (কানাডা) আব্দুল হাসিব ও কবি রোকসানা লাইস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সভাপতি কবি মোহাম্মদ ইকবাল।
প্রথমদিনের এই অনুষ্ঠানে সম্মাননা স্মারক ও সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ পুরস্কার প্রদান করা হয় বাংলা ভাষা ও সাহিত্যে অবদান রাখা গুণীজনদের মাঝে।
সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ পদক ২০২৫ এ ভূষিত হন বহুমাত্রিক লেখক-ছড়াকার দিলু নাসের।

এছাড়া ঘরের গুণী হিসেবে পদক পান কবি আতাউর রহমান মিলাদ।
বইমেলাকে সফল করতে বিভিন্ন ভাবে সহযোগিতা করার জন্য সম্মানিত করা হয় কবি এম মোসাইদ খান ও বাচিকশিল্পী স্মৃতি আজাদ কে।
এই বইমেলা শেষ হবে ১৫ সেপ্টেম্বর সোমবার।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।