সালেহ আহমদ (স’লিপক), মৌলভীবাজার :
শমশেরনগর হাসপাতাল চত্ত্বরে অমরাবতির বৃক্ষরোপন সম্পন্ন হয়েছে।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতাল চত্ত্বরে ‘আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’ শ্লোগানকে সামনে রেখে যুক্তরাজ্য ভিত্তিক গ্লোবাল পরিবেশবাদী সংগঠন অমরাবতির এ বছরের ১০ম বৃক্ষরোপন কার্যক্রম বর্ণিল ও বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শমশেরনগর হাসপাতাল নির্বাহী কমিটির সভাপতি বিশিষ্ট সংগীতশিল্পী সেলিম চৌধুরী সবাইকে নিয়ে লাল ফিতা কাটার মধ্য দিয়ে অমরাবতি’র বৃক্ষরোপন কার্যক্রমের শুভ সূচনা করেন।
হাসপাতালের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা হেলাল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে এসময় অন্যান্যদের মধ্যে হাসপাতাল নির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি আব্দুস সালাম, অন্যতম সহ-সভাপতি আব্দুস শহীদ, সহকারী সেক্রেটারি জেনারেল জামাল উদ্দিন, সহকারী সেক্রেটারি জেনারেল আমিনুল হক খোকন, হাজী আবুল কাশেম, হাজী ইউসুফ আলী, মৌলভীবাজার আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুর রহমান, মিজানুল হক স্বপন, আবুল লেইছ, মাদ্রাসা শিক্ষক আহমেদ জুনেদ, জুবের আহমেদ, মোহাম্মদ জাবেদ আলী, রিদওয়ান আজিজ আদিব, আব্দুল হামিদ, মোঃ দুলাল চৌধুরী, মৌলভীবাজার সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স লিলি রানী দাস, আবু লেইস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।