সাজিদুর রহমান :
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফের প্রয়াণে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে এক নাগরিক শোকসভা।
সোমবার (৬ অক্টোবর) যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই শোকসভা অনুষ্ঠিত হয় পূর্ব লন্ডনের ইম্প্রেশন হলে। শোকসভায় প্রবাসী বাঙালি সমাজের সর্বস্তরের মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করেন এই কিংবদন্তি রাজনৈতিক নেতাকে।
এ সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দীন। শোকসভা পরিচালনা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
শোকসভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ, মহিলা লীগ সহ যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলের নেতা-কর্মীরা। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সরকারে দায়িত্ব পালন করা মন্ত্রী, উপমন্ত্রী, সিটি কর্পোরেশনের মেয়র এবং জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এছাড়াও অংশগ্রহণ করেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং প্রবাসী সাংবাদিকবৃন্দ।
বক্তারা তাদের স্মৃতিচারণে তুলে ধরেন সুলতান মাহমুদ শরীফের সংগ্রামী জীবন, রাজনৈতিক প্রজ্ঞা এবং প্রবাসী বাঙালিদের অধিকার আদায়ে তার বলিষ্ঠ ভূমিকা। তাঁর নেতৃত্ব ও অবদানের কথা স্মরণ করে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
বিশেষ মুহূর্তে, সুলতান মাহমুদ শরীফের কন্যা মঞ্চে এসে এক আবেগঘন বক্তব্য রাখেন।
সবশেষে, সকলেই এই বীর মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার আদর্শকে বুকে ধারণ করে পথ চলার আহ্বান জানান।
সুলতান মাহমুদ শরীফ শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না — ছিলেন প্রবাসী বাঙালির প্রেরণার বাতিঘর। তিনি ছিলেন বিগত প্রায় ছয় দশক ধরে প্রবাসী বাঙালিদের সকল আন্দোলন-সংগ্রামে নেতৃত্বদানকারী।