জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ১৮ এপ্রিল ২০২৩, ৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

শিল্পের সমন্বয়ে বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন চায় -এফবিসিসিআই

Jagannathpur Times Uk
এপ্রিল ১৮, ২০২৩ ৯:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্কঃ
শিল্পে কারখানার প্রয়োজনের সঙ্গে সমন্বয় করার মাধ্যমে বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা প্রয়োজন ব‌লে ম‌নে ক‌রেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

সোমবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) পরিদর্শন করেছে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) কোর্সের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এ সময় মত‌বি‌নিময়কা‌লে এফবিসিসিআই সভাপতি এ কথা ব‌লেন।

কোর্স কারিকুলামের অংশ হিসেবে এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ কামরুল ইসলাম, বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি) এর নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বাংলাদেশ সিভিল সার্ভিস এবং বন্ধুপ্রতীম দেশ- মিশর, ভারত, ইন্দোনেশিয়া, জর্ডান, কেনিয়া, মালয়েশিয়া, মালি, নেপাল, নাইজার, নাইজেরিয়া, ওমান, শ্রীলঙ্কা, দক্ষিণ সুদান, সুদান, তানজানিয়া এবং জাম্বিয়া এর সশস্ত্র বাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তারা এফবিসিসিআই কার্যালয়ে আসেন।
এ উপলক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় এফবিসিসিআই সভাপতি ব্যবসায়ীদের শীর্ষ এই সংগঠনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ব্রিফিং প্রদান করেন।

এফবিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশকে ব্র্যান্ডিং করার এখনই উপযুক্ত সময়। এজন্য সরকারি বেসরকারি পর্যায়ের একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, আমাদের দেশে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে বিশাল ব্যবধান রয়েছে। উন্নত দেশগুলোতে এ ব্যবধান খুবই কম। শিল্পে কারখানার প্রয়োজনের সঙ্গে সমন্বয় করার মাধ্যমে বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা প্রয়োজন।

এলডিসি গ্র্যাজুয়েশনের পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা প্রসঙ্গে এফবিসিসিআই সভাপতি বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা বিশেষ করে শিল্প কারখানা ভিত্তিক দক্ষতা উন্নয়ন অত্যন্ত জরুরি।

তিনি বলেন, পাকিস্তান, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের জনবল তুলনামূলক কম হলেও রেমিট্যান্সের দিক থেকে তারা বেশি পাচ্ছে। এর কারণ তাদের কর্মীদের দক্ষতা উন্নয়ন।

বাংলাদেশে দক্ষতা উন্নয়নের জন্য জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে (এনএসডিএ) ফোকাল পয়েন্ট করে একটি সিঙ্গেল উইন্ডো হিসেবে কাজ করা প্রয়োজন বলে জানান তিনি।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।