আব্দুর রহিম, জগন্নাথপুর টাইমস নিউজ ডেস্ক :
“সমন্বিত উদ্যোগে প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্যকে সামনে রেখে ১৩ অক্টোবর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিট এবং জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫।
সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, রেড ক্রিসেন্টের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবেলায় সরকারি-বেসরকারি সকল সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তাহলেই গড়ে তোলা সম্ভব একটি *দুর্যোগ-সহনশীল ও নিরাপদ সমাজ*।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।