জগন্নাথপুর টাইমসসোমবার , ২০ অক্টোবর ২০২৫, ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে লন্ডনে ভিক্টিম সাপোর্টের সমাবেশ

Jagannathpur Times Uk
অক্টোবর ২০, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

সাজিদুর রহমান, জগন্নাথপুর টাইমস ডেস্ক :

বাংলাদেশে মানবাধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হলো ভিক্টিম সাপোর্ট ইন্টারন্যাশনাল ইউকের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ।

সোমবার (২০ অক্টোবর) লন্ডন সময় দুপুর ১২টা ৩০ মিনিটে বিবিসি হেডকোয়ার্টারের সামনে আয়োজিত এই সমাবেশে প্রবাসী বাংলাদেশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. আজিজুল আম্বিয়া। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস ইউকে-এর সভাপতি ও মানবাধিকার কর্মী আব্দুল আহাদ চৌধুরী।

এছাড়া বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী আলীমুজ্জামান, ফজলে রাব্বি স্মরণ, তারেক রায়হান, নারী নেত্রী রুজি বেগম, এডভোকেট তাসলিমা খানম রিভীন, কাজী হাফিজুর রহমান, সাংবাদিক মমিন আহমেদ, শাকিল সোহাগ, নেওয়াজ শরীফ জনি, মোঃ ছাবিদ মিয়া, আল জাবির, আব্দুর রশীদ, আয়েশা সিদ্দিকী, আহসানুর রহমান, জান্নাতুল ফেরদৌস এবং ইশরাত সাদিয়া প্রমুখ।

বক্তারা বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মব সন্ত্রাস, সংখ্যালঘু নির্যাতন, সাংবাদিক হত্যা ও হয়রানিমূলক মিথ্যা মামলার মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি।
তারা বাংলাদেশের এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনা কেবল ব্যক্তি নয়, গোটা সমাজকেই বিপন্ন করছে।

বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের মানবাধিকার রক্ষায় আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান এবং বাংলাদেশসহ বিশ্বের সকল দেশে ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানান।

সমাবেশ শেষে সাম্প্রতিক সময়ে নিহত সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আয়োজকরা জানান, অনুষ্ঠানের পর বিবিসি নিউজ প্রধানের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়, যাতে আন্তর্জাতিক মহলকে মানবাধিকার রক্ষায় আরও সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।