নিজস্ব প্রতিবেদক,জগন্নাথপুর টাইমস :
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল বাজারের খাদ্যবান্ধব ডিলার সোহেল মিয়া (৩৮) কে জেল জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রানীগঞ্জ বাজারে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন উদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রৌয়াইল বাজারের খাদ্যবান্ধব ডিলার সোহেল আহমদকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২ লক্ষ টাকা জরিমানা প্রদান করেন। জরিমানান অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন উদ্দিন জানান, দন্ডপ্রাপ্ত সোহেল মিয়ার খাদ্যবান্ধব ডিলারটি রৌয়াইল বাজারের। সেখানে চাল গুদামজাত না রেখে রানীগঞ্জ বাজারে রাখার অপরাধে ডিলার সোহেল আহমদকে জেল জরিমানা করা হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
