মির্জা আবুল কাসেম, জগন্নাথপুর টাইমস ডেস্ক :
আনন্দগন পরিবেশের মধ্যদিয়ে ১৯৭৮ সালে প্রতিষ্টিত বেঙ্গল ইন্টারন্যাশনালের দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্টিত হয়েছে । সম্প্রতি লেইটনের নিজস্ব হলে এ নির্বাচন সম্পন্ন হয়। দ্বি-বার্ষিক সম্মেলন দুই পর্বে অনুষ্ঠিত হয়, প্রথম পর্বের সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আব্দুল হালিম চৌধুরী। অনুষ্টান পরিচালনা করেন জেনারেল সেক্রেটারী লুৎফুর রহমান সায়েদ। অর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার হোসাইন আহমেদ।
সভার দ্বিতীয় পর্বে অনুষ্টিত হয় নির্বাচন। নির্বাচন কমিশনারের দায়ীত্ব পালন করেন সাবেক স্পিকার আহবাব হোসেন, কান্সিলার রহিমা রহমান ও পারভেজ কোরেশী । নির্বাচনে অন্য কোন প্যানেল না থাকায় ১৩ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার। সভার দ্বিতীয় পর্বে অনুষ্টিত হয় নির্বাচন। নির্বাচন কমিশনারের দায়ীত্ব পালন করেন সাবেক স্পিকার আহবাব হোসেন, কান্সিলার রহিমা রহমান ও পারভেজ কোরেশী । নির্বাচনে অন্য কোন প্যানেল না থাকায় ১৩ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার।
নবনির্বাচিতরা হলেন, চেয়ারম্যান আব্দুল হালিম চৌধুরী, ভাইস চেয়ারম্যান জামাল আহমেদ খাঁন, জেনারেল সেক্রেটারী লুৎফুর রহমান সায়েদ, এসিস্ট্যান্ট সেক্রেটারী সামিমা বেগম মাতিন, ট্রেজারার হোসাইন আহমেদ, কমিটির ডাইরেক্টররা হলেন, হারুন রশিদ, সৈয়দা বিলকিস মনসুর, সোহেল আমিন, জেসমিন খান, মোহাম্মদ জাকারিয়া,মাসুদ চৌধুরী, রশনারা মনি, মোহাম্মদ আলী জিলু।
পরে নবনির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান কমিটির অন্যান্য সদস্যরা। এ সময় নির্বাচিতরা আগামীতে সংগঠনকে আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। সংবাদ বিজ্ঞপ্তি
