জগন্নাথপুর টাইমসশনিবার , ২৫ অক্টোবর ২০২৫, ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের উন্নয়ন কাজে সরকারের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে জিএসসি ইউকের প্রতিবাদ সভা

Jagannathpur Times Uk
অক্টোবর ২৫, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মির্জা আবুল কাসেম, জগন্নাথপুর টাইমস ডেস্ক :

সিলেটের উন্নয়ন কাজে সরকারের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে জিএসসি ইউকের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২২ অক্টোবর জিএসসির কেন্দ্রীয় কার্যালয়ে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সাউথ ইস্ট রিজিওনের উদ্যোগে সিলেটের উন্নয়ন কাজে সরকারের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ ও দ্রুত প্রতিশ্রুতিবদ্ধ কার্যক্রম সম্পন্ন করার দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক সূফী সুহেল আহমদের পরিচালনায়
ও হামজা রাহমানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া উক্ত সভায় সভাপতিত্ব করেন সাউথইস্ট রিজিয়নের চেয়ারপার্সন খলিল আহমদ কবীর।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জিএসসির সাবেক কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, টাওয়ার হেমলেট কাউন্সিলের সাবেক স্পীকার আবাব হোসেন, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কর্মাসের প্রেসিডেন্ট রফিক হায়দার, জিএসসির সাবেক কেন্দ্রীয় সেক্রেটারী মির্জা আসহাব বেগ, ভয়েস ফর নিউহাম-এর চেয়ারপার্সন পারভেজ সাজ্জাদ কোরাইশী, ওয়েস্টহাম সিএলপির চেয়ারপার্সন ইঞ্জিনিয়ার জেইন মিয়া, জিএসসি সাউথ ইস্ট রিজিওন-এর সাবেক চেয়ারপার্সন মোঃ ইছবাহ উদ্দীন।

এ ছাড়াও আরো বক্তব্য রাখেন- শাহপরান মসজিদ পরিচালনা কমিটির চেয়ারপার্সন নূর বক্স, সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার মোঃ আবুল মিয়া, সহ-সভাপতি আখলাকুর রহমান ও মিসবাহ কামাল, এসেক্স শাখার সেক্রেটারি শাহ সাইদুর রহমান, মিডিলসেক্স শাখার সভাপতি আব্দুল আহাদ ও সেক্রেটারি মুজিবুর রহমান রাসেল, বেতার বাংলা উপস্থাপক মানিকুর রহমান গনী, জকিগঞ্জ ওয়েলফেয়ার এর সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাবেক সেক্রেটারি নজরুল ইসলাম. সিলেট সদর ট্রাস্টের সেক্রেটারি আবুল কালাম, রুকন ফাউন্ডেশনের চেয়ারপর্সন আলী আহমদ নেছাওর, নাসির উদ্দিন, আবাব মিয়া, মাওলানা সাইদুর রহমান, জাবেদ আহমদ, সালেহ আহমদ আলফু, আবুল হোসেন, আশরাফ চৌধুরী, নজমুল হুদা, রফিক আহমদ, সাংবাদিক আলাউর রহমান ওলী, মির্জা আবুল কাশেম, সৈয়দ আশফাক আহমেদ, শেখ ফারুক আহমেদ, নুর উদ্দিন, ফারুক মিয়া জিলু, মতিউর রহমান, ওলিদুর রহমান, আব্দুস সুবহান, গিয়াস মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন-স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও বৃহত্তর সিলেট এখনও উন্নয়নখাতে বৈষম্যের শিকার। অথচ দেশের বৈদেশিক মুদ্রার বিশাল অংশের যোগান দেন প্রবাসী সিলেটিরা।

সভা থেকে সিলেট আর্ন্তজাতিক বিমানবন্দরকে পুর্ণাঙ্গ বিমানবন্দরে রূপ দান, ঢাকা-সিলেট ননস্টপ ট্রেন সার্ভিস চালু ও ডবল লাইনে উন্নীত করণ, ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন কাজ দ্রুতগতিতে সম্পন্ন করার দাবি জানানো হয়। সভায় বক্তারা বর্তমান অন্তবর্তীকালিন সরকারের মেয়াদ এক বছর বেশি সময় অতিবাহিত হলেও সিলেটের উন্নয়নে কোন প্রকল্প হাতে নেয়া হয়নি বলে অভিযোগ করেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।