রিয়াজ রহমান :
সুনামগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা ২০২৫ এর শ্রেষ্ঠ বিদ্যালয়ের তালিকায় জগন্নাথপুর উপজেলার কোনো বিদ্যালয় স্থান করে নিতে না পারায় নাম স্থানীয় সুশীল সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই নিয়ে ফলাফল প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সুশীল সমাজের লোকজনসহ উপজেলার বিভিন্ন পেশার লোকজন নানা মন্তব্য করতে দেখা যায়।
জানা যায়, সম্প্রতি সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর ৫ম ও ৪র্থ শ্রেনীর শিক্ষার্খীর মেধা যাচাইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১লা নভেম্বর এর ফলাফল প্রকাশ করা হয়। ফলা ফল যাচাইয়ে জেলার বিভিন্ন উপজেলার একাধিক বিদ্যালয় জেলার শ্রেষ্ঠ ২০টি বিদ্যালয়ের তালিকায় স্থান পেলেও জগন্নাথপুর উপজেলার কোনো বিদ্যালয় ওই তালিকায় স্থান পায়নি। যার ফলে অভিভাবক ও সুশীল সমাজের অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, জগন্নাথপুর উপজেলার শিক্ষার্থীদের এমন ফলাফলে আমরা হতাশাগ্রস্থ। আমরা জগন্নাথপুর উপজেলার শিক্ষার মানোন্নয়নে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করছি।
