জগন্নাথপুর টাইমসবুধবার , ৫ নভেম্বর ২০২৫, ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে বারকোট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সংবর্ধনা অনুষ্ঠিত

Jagannathpur Times Uk
নভেম্বর ৫, ২০২৫ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

এস কে এম আশরাফুল হুদা, জগন্নাথপুর টাইমস ডেস্ক :

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বারকোট গ্রামের প্রবাসীদের সংগঠন বারকোট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে-এর উদ্যোগে এক মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠান পূর্বলন্ডনে অনুষ্ঠিত হয়।

রবিবার (২ নভেম্বর ২০২৫) পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে
অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভাইস-চেয়ারম্যান জনাব মোঃ সাহিদ খাঁন। এসভা সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের সিদ্দিকী। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা করেন হাফেজ মাওলানা আখলাক হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারকোটের কৃতি সন্তান এডভোকেট খায়রুল আলম (সুপ্রিম কোর্ট, বাংলাদেশ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনিরুজ্জামান মুল্লা, অফিসার ইন চার্জ (ওসি), গোলাপগঞ্জ মডেল থানা।

যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে আগত বিপুলসংখ্যক বারকোট প্রবাসীর অংশগ্রহণে অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন সংগঠনের সাবেক চেয়ারম্যান মোঃ শামীম আহমদ, সাবেক সেক্রেটারি মোঃ সফিকুর রহমান চৌধুরী, উপদেষ্টা মোঃ আব্দুল মুহিত ও ইকবাল আহমদ চৌধুরী, ট্রাস্টি রায়হানুজ্জামান (লিপন), মোকাদ্দেম আহমদ চৌধুরী, তাজুল ইসলাম (তাজ) এবং আব্দুল মতিন চৌধুরী (টিপু) প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ রাজীব, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, হাসান মোসাদ্দেক সুহেল, শাহরিয়ার আহমদ, ফাহাদ আহমদ, আব্দুর রউফ ছানা, মোঃ সাব্বির আহমদ, মশরুর আহমদ, কামরুল ইসলাম, আজিজুর রহমান হিরু, তাজুল ইসলাম সায়েম, শাহ মোহাম্মদ আলী হাসান, তোফায়েল আহমদ ও তারেকউজ্জামান।

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ঐতিহ্যবাহী গ্রাম বারকোট। এই গ্রামের লোকজন শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে দীর্ঘদিন ধরে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

গ্রামের মানুষের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও জন্মভূমির প্রতি ভালোবাসাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বারকোটবাসীরা ২০১৬ সালে প্রতিষ্ঠা করেন বারকোট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি গ্রামীণ উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠান সহায়তা, গুণীজন সংবর্ধনা এবং দারিদ্র্য বিমোচনসহ নানা সামাজিক ও মানবিক কার্যক্রম সফলভাবে পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারের আয়োজনে লন্ডনে দুইজন গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধিত প্রধান অতিথি এডভোকেট খায়রুল আলম প্রবাসী বারকোটবাসীদের শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদানের কথা স্মরণ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।