আনসর আহমেদ উল্লাহ,
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর টাইমস :
বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বাস্তব চিত্র ও মানবিক উদ্যোগ তুলে ধরতে লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ অনুষ্ঠান।
মঙ্গলবার (৪ নভেম্বর) কুইনমেরী ইউনিভার্সিটি অব লন্ডনের আর্টসওয়ান ভবনে অনুষ্ঠিত এই আয়োজনের শিরোনাম ছিল ‘দি কাইন্ডনেস অফ পিপল টু ফেস দি ক্লাইমেট ক্রাইসিস ইন বাংলাদেশ টোগেদার। ’
এটি আয়োজন করেন পরিবেশ কর্মী পিটার মাসগ্রেভ, স্বাধীনতা ট্রাস্ট-এর সহযোগিতায়। অনুষ্ঠানটি চলতি বছরের এ সিজন অফ বাংলা ড্রামা উৎসবের অংশ।
অনুষ্ঠানের শুরুতে আর্টসওয়ান ফোয়েতে ছিল এক আলোকচিত্র প্রদর্শনী, যেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে জলবায়ু পরিবর্তনের প্রভাব ফুটে উঠে। বন্যা, ঘূর্ণিঝড়, খরা ও নদীভাঙনের দৃশ্যের পাশাপাশি ছবিগুলোতে ধরা পড়েছে মানুষের সহমর্মিতা, উদ্ভাবন ও টিকে থাকার লড়াই।
পরবর্তীতে ব্লক সিনেমায় পিটার মাসগ্রেভ পরিবেশন করেন একটি মাল্টিমিডিয়া উপস্থাপনা, যেখানে ছবি, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, সংগীত ও কবিতা একত্রে তুলে ধরেছিল জলবায়ু সংকটে মানুষের সংগ্রাম ও মানবিকতার গল্প। পিটার মাসগ্রেভ ১৯৯০-এর দশক থেকে পরিবেশ নিয়ে কাজ করছেন এবং বাংলাদেশের এনজিও খাতে প্রায় নয় বছর কাজ করেছেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কাজী রুকসানা বেগম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আর্টস অফিসার, এবং অনীশা চন্দ্রশেখর, স্বাধীনতা ট্রাস্টের প্রতিনিধি।
সংগীত পরিবেশন করেন ড. শ্যামল চৌধুরী, সুনীতা চৌধুরী, মিতালি বনোয়ারী ও রুমি হক, আর কবিতা আবৃত্তি করেন রুমি হক ও সুনীতা চৌধুরী। প্রযুক্তিগত সহায়তা দেন সাদেক আহমেদ চৌধুরী।
প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানটি দর্শকদের মনে করিয়ে দেয় বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশে মানুষের লড়াই শুধু টিকে থাকার নয়, বরং সহমর্মিতা ও একতার প্রতীক।
