এম আর খালেদ, জগন্নাথপুপ টাইমস ডেস্ক :
লন্ডনে বাংলাদেশ প্রেসক্লাব ইউকের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজন ও মিডিয়াকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে লন্ডনে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে’র নতুন অফিস।
৯ নভেম্বর সন্ধ্যায় বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা ও ক্লাবের চীফ প্যাট্রন মোখলেসুর রহমান চৌধুরী ফিতা কেটে অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।
এসময় ক্লাব মেম্বাররা ছাড়াও ব্রিটেনের বিভিন্ন কাউন্সিলের জনপ্রতিনিধি, সাবেক মেয়র, স্পীকার, কাউন্সিলর, লেখক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
এসময় গনমাধ্যমের কাছে প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যে সকল মিডিয়াকর্মীদের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান ব্রিটেনের মুলধারার রাজনৈতিক নেতারা ।
লন্ডনের বাংলাপাড়া খ্যাত ঐতিহ্যবাহী অলগেইটে এই অফিসে ক্লাবের কার্যক্রম ছাড়াও মাল্টি পারপাসে ব্যবহার করা হবে বলে জানান ক্লাব কর্মকর্তারা।
এছাড়া কমিউনিটির নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রেস কনফারেন্স, সেমিনার সহ বুদ্ধিভিত্তিক অনুষ্ঠানের জন্যও ক্লাবের হলরুম ব্যবহার করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-টাওয়ার হেমলেটস কাউন্সিলের সাবেক স্পিকার লেবার পার্টির অন্যতম নেতা আহবাব হোসেন ও খালিস উদ্দিন আহমেদ, বারকিং এন্ড ডেগেনহামের সাবেক মেয়র গ্রীণ পার্টির নেতা মঈন কাদেরী, ব্রিজবাংলা২৪ এর সম্পাদক শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, ভয়েস অব টাওয়ার হ্যামলেটস এর সম্পাদক এমডি সুয়েজ মিয়া, শফিকুল ইসলাম রিবলু, হাসনাত চৌধুরী, মুরাদ চৌধুরী, টুম্মা তরফদার।
বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে’র প্রেসিডেন্ট শাকির হোসাইন ও জেনারেল সেক্রেটারি তৌহিদুল করিম মুজাহিদ অতিথিদের স্বাগত জানান।
এসময় ক্লাবের কার্যনির্বাহী কমিটির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মাহবুবা জেবিন, ট্রেজারার জাহাঙ্গীর হোসেন, অফিস সেক্রেটারি ইয়াসমিন জাহানারা, ল আ্যফেয়ার্স সেক্রেটারি মো. মাহবুবুল আলম তোহা, আইটি সেক্রেটারি রাজিব হাসান, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি ফারুক হোসেন, কমিউনিটি এনগেইজমেন্ট সেক্রেটারি আনোয়ার হোসেন সবুজ চৌধুরী, মেম্বার যথাক্রমে শায়েক এম রহমান, আহমেদ সাদিক, শাহিদুর রহমান, রাকেশ রহমান, মারুফ গিয়াস বাপ্পি, ফারিয়া আক্তার সুমি, লাভলী বেগম, সুস্মিতা জেবিন, আমিনুল হাসান, শেখ মাজহারুল ইসলাম সোহান উপস্থিত ছিলেন ।
সংবাদ বিজ্ঞপ্তি
