জগন্নাথপুর টাইমসশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাথে মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের মতবিনিময় অনুষ্ঠিত

Jagannathpur Times Uk
নভেম্বর ১৪, ২০২৫ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

মো. সাজিদুর রহমান, জগন্নাথপুর টাইমস ডেস্ক :

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সাথে লন্ডন বারা অফ টাওয়ার হ্যামলেট্সের আসন্ন নির্বাচনে লেবার পার্টি থেকে মনোনিত মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পূর্বলন্ডনের হোয়াইট চ্যাপেলের পিউর চা-ই কাফের কনফারেন্সরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন— ইউকে রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট, জগন্নাথপুর টাইমস এর সম্পাদক – অধ্যাপক মো. সাজিদুর রহমান।

সংগঠনের সাধারণ সম্পাদক, ইকরা বাংলা টিভির উপস্থাপক-মিজানুর রহমান মীরুর পরিচালনায় এই মতবিনিময় সভায় উপস্থিত রিপোর্টার্সদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন- লন্ডন বারা অফ টাওয়ার হ্যামলেটস এর লেবার দলীয় মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- টাওয়ার হ্যামলেট্সের সাবেক কাউন্সিল লিডার হেলাল উদ্দিন আব্বাস, সাবেক স্পীকার খালিস উদ্দিন আহমেদ, সাবেক স্পীকার আহবাব হোসেন, কাউন্সিলর ফারুক মাহফুজ আহমেদ, কাউন্সিলর আব্দাল উল্লাহ, কাউন্সিলর আসমা ইসলাম, কাউন্সিলর লিলু তালুকদার, কাউন্সিলর শুভ হোসাইন, সাবেক কাউন্সিলর মামুন রশীদ, সাবেক কাউন্সিলর সাদ চৌধুরী, বেথনালগ্রিন ও স্টেপনী সিএলপি চেয়ার আমিনা আলী, লেন্সবারী ওয়ার্ডের চেয়ার আনছারুল হক, হোয়াইট চ্যাপেল ওয়ার্ডের সেক্রেটারি এমডি সুয়েজ মিয়া, উইভার্স ওয়ার্ডের সেক্রেটারি দেলোয়ার হোসেন, বিএএমই সাবেক চেয়ার ড. আনিছুর রহমান আনিছ প্রমুখ।

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত থেকে মেয়র প্রার্থীকে বিভিন্ন প্রশ্ন করেন- ফাউন্ডার প্রেসিডেন্ট, বাংলামিরর নিউজ এর বিশেষ প্রতিনিধি ও ঢাকা পোস্টের যুক্তরাজ্য প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমান, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মতিয়ার চৌধুরী, সাবেক সভাপতি ড. আনসার আহমেদ উল্লাহ, সাবেক সেক্রেটারি ও ব্রিটিশ বাংলা নিউজের সম্পাদক এটিএম মনিরুজ্জামান, বর্তমান সহসভাপতি ও বিশ্ববাংলা নিউজ২৪ এর চেয়ার- সাহেদা রহমান, জয় বাংলা নিউজের সম্পাদকও সংগঠনের সহসভাপতি জুবায়ের আহমেদ, ইউকে বাংলা গার্ডিয়ানের নির্বাহী সম্পাদক, রিপোটার্স ইউনিটির এসিসটেন্ট সেক্রেটারী মির্জা আবুল কাশেম, রিপোটার্স ইউনিটির ট্রেজারার ও ভোরের কাগজের যুক্তরাজ্য প্রতিনিধি ড. আজিজুল আম্বিয়া, হবিগন্জ এক্সপ্রেসের লন্ডন প্রতিনিধি ও রিপোটার্স ইউনিটির মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি এ রহমান ওলি, আব্দুল বাছির, ব্রিজবাংলা২৪ এর সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, ডা. রেজাউল করিম রেজা, দ্যা এডিটরস এর প্রধান সম্পাদক আহাদ চৌধুরী বাবু, আলোকচিত্র শিল্পী জি আর সোহেল, রেড টাইমস এর ইমদাদুন খান, ইউকে টিভি বিডি টিভির আব্দুল মুমিন ও আমাদের কণ্ঠ এর যুক্তরাজ্য প্রতিনিধি শিপন মিয়া প্রমুখ ।

এ মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে – টাওয়ার হ্যামলেটস এর লেবার দলীয় মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম বলেন— আমি সুন্দর, শান্তিময়, টাওয়ার হ্যামলেটস এর ঐতিহ্য ফিরিয়ে আনতে ও জনবান্ধব, সামগ্রিক উন্নয়নমুখী, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল গড়ে তুলতে আপনাদের সবাইকে নিয়ে অতীতের মতো আগামীতেও কাজ করতে চাই। এরজন্য মিডিয়াসহ সকলের সহযোগিতা চাইতে আজকের এই মত বিনিময়। আমার বিশ্বাস আপনারা আপনাদের গণমাধমে বস্তুনিষ্ট সংবাদ প্রেরণের মাধ্যমে আলোকিত টাওয়ার হ্যামলেটস গড়ে তুলতে সহযোগিতা করবেন।
তিনি আরো বলেন- আগামী নির্বাচনে লেবার দল জনগণের ভোটের রায়ে সকল বাঁধা বিপত্তি অতিক্রম করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে এবং সুন্দর সমৃদ্ধ একটি বারা, একটি কমিউনিটি উপহার দেওয়া সম্ভব হবে, সেই লক্ষ্যেই আমি ও আমাদের লেবার পার্টি কাজ করছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।