জগন্নাথপুর টাইমসশনিবার , ১৫ নভেম্বর ২০২৫, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ব্রিকলেনে বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনা বাতিল করতে হবে- সংবাদ সম্মেলনে আহবান

Jagannathpur Times Uk
নভেম্বর ১৫, ২০২৫ ৮:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

এস কে এম আশরাফুল হুদা, জগন্নাথপুর টাইমস ডেস্ক :

পূর্ব লন্ডনের ব্রিকলেনের ট্রম্যান এস্টেটসে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনা অবিলম্বে বাতিল করতে স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী স্টিভ রিডের প্রতি আহবান জানানো হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ হাসন রাজা সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেইভ ব্রিকলেন ক্যাম্পেইনের নেতৃবৃন্দ এই দাবী জানান।

নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এখানকার মানুষের মতামতের আলোকেই ব্রিক লেনের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে, তাদের বিরুদ্ধে অবস্থান করে নয়।

সাবেক কাউন্সিলার ও সেইভ ব্রিকলেন গ্রুপের ক্যাম্পইনার পুরু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্রিকলেনের বাসিন্দা সাংবাদিক হাসনাত চৌধুরী।

এসময় বক্তব্য রাখেন শর্ডিস টেনেন্ট এন্ড রেসিডেন্ট এসিয়েসিয়েশনের সাবেক চেয়ারম্যান জনাথন মৌলবেরি, স্পিটালফিল্ড ট্রাস্টের চেয়ারম্যান চার্লস গ্লেডহিল, হাউজিং আর্কিটেক্ট জন ব্রেল, বেঙ্গলী ইস্ট এন্ড হ্যারিটেজ সোসাইটির সদস্য সায়েফ ওসমানী, টাওয়ার হ্যামলেটস কমিউনিটি কোয়ালিশনের ট্রাস্টি আব্দুস শাকুর খালিসাদার, চিকসেন্ড এস্টেট রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান দেবা মালিক, সাবেক টাউন প্লানার অ্যালেক পর্শো।

লিখিত বক্তব্যে বলা হয়, ব্রিকলেনের ট্রম্যান এস্টেটসে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের পক্ষে-বিপক্ষে জনগনের মতামত জানতে ১২দিনের ‘পাবলিক ইনকোয়ারি’ চলাকালে যুক্তরাজ্যের কমিউনিটিজ ও স্থানীয় সরকারমন্ত্রী স্টিভ রিড হস্তক্ষেপ করেন । ১৪ অক্টোবর শুরু হওয়া এই পাবলিক ইনকোয়ারি ২৫ অক্টোবর পর্যন্ত চলার কথা ছিলো । কিন্তু মাঝপথে হস্তক্ষেপ করে সেই অনুসন্ধান বন্ধ করে দেন স্থানীয় সরকারমন্ত্রী ।

ব্রাডি আর্ট সেন্টারে তিন সপ্তাহের পাবলিক ইনকোয়ারি চলাকালে ইন্সপেক্টর পল গ্রিফিথস-এর কাছে ব্রিকলেনের ট্রুম্যান এস্টেটসে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের ব্যাপারে তীব্র আপত্তি জানান বিপুল-সংখ্যক মানুষ । কারণ এই ট্রুম্যান এস্টেটস- যেখানে স্থানীয় বাসিন্দাদের বসবাসের জন্য শতাধিক বাড়ি বানানো যেতো, সেখানে মাত্র ৬টি সোশ্যাল হাউজিং ইউনিট রেখে বড় বড় ডাটা সেন্টার, অফিস এবং রিটেইল ইউনিট বানানোর পরিকল্পনা চলছে ।

শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তানজিল শফিক ও ইউসিএল-এর গবেষক সাইফ ওসমানী পরিচালিত একটি ওয়ার্কশপে দেখা গেছে, ৯০ শতাংশের বেশি বাসিন্দা মনে করেন যে, ডেভেলপারদের পরামর্শ প্রক্রিয়া থেকে তাঁরা বাদ পড়েছেন।

বিশেষজ্ঞ সাক্ষী হিসেবে সাইফ ওসমানী জানান, প্লানিং পারমিশনের আবেদনকারী সংস্থা তাদের কনসালটেশন পেপার ইচ্ছাকৃতভাবে ভুল বাংলা অনুবাদ করেছিলো—যার ফলে অনেক বাংলাদেশি বাসিন্দা ভুল তথ্য পেয়েছেন এবং পুরো প্রক্রিয়া থেকে কার্যত বাদ পড়েছেন। এটি স্পষ্টভাবে পরোক্ষ বৈষম্য।

সাইফ ওসমানী স্থানীয় সরকারমন্ত্রী স্টিভ রিডকে ট্রম্যান এস্টেটস-এর ব্যাপারে ম্যাকফারসন নীতি অনুসরনের আহবান জানিয়ে বলেন, এই নীতি অনুযায়ী ‘যদি কোনো ঘটনাকে কোনো ব্যক্তি বা কমিউনিটি বৈষম্য হিসেবে বিবেচনা করে, সেটিকেই বৈষম্য হিসেবেই গণ্য করতে হবে । তাই ট্রুম্যান ব্রুয়ারি উন্নয়ন পরিকল্পনাকে বৈষম্যমূলক ঘটনা হিসেবে বিবেচনা করে তা বাতিল করতে হবে।
তিনি আরো বলেন “ইনকোয়ারিতে উপস্থাপিত গবেষণা ও সাক্ষ্যগুলো পর্যালোচনা করলে দেখা যায়, এটি কমিউনিটির মানুষকে বঞ্চিত করার একটি স্পষ্ট ধারা । এখানকার মানুষের মতামতের আলোকেই ব্রিক লেনের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে, তাদের বিরুদ্ধে অবস্থান করে নয়।”

স্পিটালফিল্ডস বাংলা টাউন ফোরামের পক্ষে দেবা মালিক বলেন, এই উন্নয়ন প্রক্রিয়ায় মতামত দিতে বাংলাদেশি ও কর্মজীবী মানুষের মতামত পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে । আমরা চাই স্থানীয় সরকার মন্ত্রী এই প্রক্রিয়াকে পরোক্ষ বৈষম্য হিসেবে বিবেচনা করবেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।