নিজস্ব প্রতিবেদক, সিলেট :
রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে রোটারি ফাউন্ডেশন মাস নভেম্বর পালিত হয়েছে। সম্প্রতি সিলেট শহরের একটি অভিজাত হোটেলে এ উপলক্ষে একটি সেমিনারের আয়োজন করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট রোটা. মোহাম্মদ আমিরুল ইসলামের সভাপতিত্বে এবং সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিপসা টিমের অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর রোটা. পিপি মোঃ সিদ্দিকুর রহমান পিএইচএফ।
শুরুতে আয়োজনের উদ্যেশ্য ও গুরুত্ব বিষয়ে আলোচনা করেন ক্লাবের লার্নিং ফেসিলিটেটর রোটা. পিপি মো. তৈয়বুর রহমান। অনুষ্ঠানে ভোট অব থ্যাংকস প্রদান করেন রোটা. পিপি ড. এম শহিদুল ইসলাম এডভোকেট।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটা. পিপি এম এ রহিম, রোটা পিপি মোহাম্মদ শামসুদ্দিন, রোটা. আইপিপি আব্দুর রহমান, রোটা. আহমেদ রশিদ চৌধুরী, রোটা. মনসুর আহমেদ, রোটা. নিশি কান্ত দাস, অতিথি হুমায়ুন কবির নাহিদ প্রমূখ।
