জগন্নাথপুর টাইমসবুধবার , ২৬ নভেম্বর ২০২৫, ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস প্রফেসর ওসামা এস. এম. খানকে নতুন ভাইস–চ্যান্সেলর নিয়োগ দিয়েছে

Jagannathpur Times Uk
নভেম্বর ২৬, ২০২৫ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

এস কে এম আশরাফুল হুদা, জগন্নাথপুর টাইমস ডেস্ক :

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস (USW) প্রফেসর ওসামা এস. এম. খানকে নতুন ভাইস–চ্যান্সেলর ও প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দিয়েছে।

২০২৬ সালের মে মাসে তিনি দায়িত্ব নেবেন। এর মধ্য দিয়ে ব্রিটিশ কোনো বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো একজন বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষাবিদ সর্বোচ্চ প্রশাসনিক পদে নিয়োজিত হলেন।

ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস (USW) কর্তৃপক্ষের মতে, প্রফেসর খানের নীতিনিষ্ঠ দৃষ্টিভঙ্গি, কৌশলগত নেতৃত্ব এবং শিক্ষার প্রতি গভীর অঙ্গীকার প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি লক্ষ্য ও মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাঁদের বিশ্বাস, তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় সামনে এগিয়ে যাওয়ার একটি নতুন অধ্যায়ে প্রবেশ করবে।

নিয়োগ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রফেসর ওসামা খান বলেন, ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস সমাজ ও অর্থনীতিতে যে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে, তার অংশ হতে পারা তাঁর জন্য বিশেষ সম্মানের।

তিনি শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন অংশীদারের সঙ্গে মিলে বিশ্ববিদ্যালয়ের জন্য আরও উন্নয়নমুখী ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

উন্নত দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় একজন বাংলাদেশি বংশোদ্ভূতের এমন অর্জন প্রবাসী বাংলাদেশি সমাজের জন্য গর্বের। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিক্ষাবিদদের সক্ষমতা ও অবদান তুলে ধরতেও এই নিয়োগ নতুন মাত্রা যোগ করবে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।