যুক্তরাজ্যে শীতকালেই বাড়ছে ফ্লুর প্রকোপ, সতর্ক এনএইচএস
ডা. রেজাউল করিম ::
শীতকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাজ্যে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু সংক্রমণ এবং ফ্লুজনিত হাসপাতালে ভর্তি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ডিসেম্বর ২০২৫-এ NHS England পরিস্থিতিকে ‘worst-case scenario’ হিসেবে বর্ণনা করে সতর্কবার্তা দিয়েছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা UKHSA-এর সাপ্তাহিক নজরদারি প্রতিবেদনে দেখা যাচ্ছে, প্রতি সপ্তাহেই ফ্লুতে আক্রান্ত হয়ে নতুন রোগীর সংখ্যা ও হাসপাতালে ভর্তির হার উল্লেখযোগ্যভাবে বাড়ছে।
চলতি ২০২৫–২৬ মৌসুমে মোটের ওপর Influenza A ভাইরাসের সংক্রমণ বেশি লক্ষ্য করা যাচ্ছে। প্রাথমিক ভাইরাস বিশ্লেষণে Influenza A(H3N2)-এর একটি নতুন ধরন—subclade K (J.2.4.1)—গুরুত্বপূর্ণভাবে শনাক্ত হয়েছে। তবে সব ক্ষেত্রেই ভাইরাসের উপধরন নির্দিষ্ট করে উল্লেখ না থাকায় এটিকে একমাত্র বা সর্বাধিক প্রাধান্যশীল ধরন হিসেবে চূড়ান্তভাবে বলা এখনো পুরোপুরি নিশ্চিত নয়।
ফ্লুর লক্ষণ সাধারণ সর্দি-কাশির তুলনায় হঠাৎ ও বেশি তীব্রভাবে দেখা দেয়। সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে উচ্চ জ্বর, শরীর ও মাথা ব্যথা, শুকনো কাশি, গলা ব্যথা, প্রচণ্ড দুর্বলতা এবং সর্দি। কিছু রোগীর ক্ষেত্রে শ্বাস নিতে কষ্টও হতে পারে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী, ছোট শিশু, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত মানুষ এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম—তাদের নিউমোনিয়া ও শ্বাসতন্ত্রের গুরুতর জটিলতার ঝুঁকি তুলনামূলক বেশি।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, জ্বর কয়েকদিনেও না কমলে, শ্বাস নিতে কষ্ট হলে, বুকে ব্যথা অনুভূত হলে, অস্বাভাবিক ঘুম ঘুম ভাব বা অচেতনতা দেখা দিলে কিংবা আগে থেকে থাকা কোনো রোগের অবনতি হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। ফ্লুতে আক্রান্ত হলে পর্যাপ্ত বিশ্রাম, প্রচুর পানি পান এবং গরম লেবু-চা বা মধু মেশানো চা (হানি টি) গলা ব্যথা ও কাশি কিছুটা আরাম দিতে পারে, তবে এগুলো চিকিৎসার বিকল্প নয়। এক বছরের কম বয়সী শিশুকে মধু না দেওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, ফ্লুজনিত গুরুতর অসুস্থতা ও হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কমাতে NHS-এর বিনামূল্যের ফ্লু টিকা অত্যন্ত কার্যকর। টিকা নেওয়ার পর শরীরে পূর্ণ সুরক্ষা তৈরি হতে সাধারণত প্রায় দুই সপ্তাহ সময় লাগে। তাই ফ্লু প্রতিরোধে টিকা গ্রহণের পাশাপাশি অসুস্থ হলে ঘরে থাকা, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, কাশি-হাঁচির শিষ্টাচার মেনে চলা, ভিড় এড়িয়ে চলা এবং প্রয়োজন হলে মাস্ক ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা।
লেখক :
ডা. রেজাউল করিম
চিকিৎসক, রয়্যাল লন্ডন হাসপাতাল,
বার্টস এনএইচএস ট্রাস্ট, লন্ডন
