রিয়াজ রহমান:
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষে গত রোববার সকাল ১০টায় জগন্নাথপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্ল্যাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসীন উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ সোহরাব হোসেন, থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, , মৎস্য কর্মকর্তা মো. আল আমিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মামুনুর রশীদ হাওলাদার, আনসার ভিডিপি কর্মকর্তা নুর ইসলাম কাগচী, জগন্নাথপুর সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্য রিয়াজ রহমান প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার অরূপ রায়, সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, ফায়ার সার্ভিস ইউনিট কর্মকর্তা মুর্শেদুল আলম, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি মো. হুমায়ুন কবির, উপজেলা খেলাফত মজলিস নেতা মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, সংবাদকর্মী শাহ ফুজায়েল আহমদ, রাসেল আহমদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
