রিয়াজ রহমান:
জগন্নাথপুরে সরকারি ভূমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ২মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
রোববার(২১ ডিসেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মহসীন উদ্দীন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সমধল নোয়াগাঁও গাংপাড় এলাকার হাওর ও সরকারি রাস্তা সংলগ্ন স্থান থেকে মাঠি কাটার অপরাধে ভেকু ড্রাইভার পাবনা জেলার ভেড়া উপজেলার সিংহেসর গ্রামের আমির শেখের ছেলে মিলন মিয়াকে ২মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
সহকারি কমিশনার (ভূমি) মো: মহসীন উদ্দীন জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। দন্ডপ্রাপ্ত মিলন মিয়ার সাথে থাকা অন্যরা পালিয়ে যাওয়ায় তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
