অর্থনৈতিক নিউজ ডেস্ক :
ঈদের আগে শেষ সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে ন্যাশনাল টি। এক শ্রেণির বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির শেয়ার পছন্দের শীর্ষে উঠে আসে। এতে সপ্তাহজুড়ে লেনদেন হওয়া তিন কার্যদিবসেই দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে কোম্পানিটির শেয়ার। ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে প্রতিষ্ঠানটির শেয়ার।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, ঈদের আগের শেষ সপ্তাহের লেনদেন শুরু হওয়ার আগে ন্যাশনাল টি’র প্রতিটি শেয়ার দাম ছিলো ৬০০ টাকা ১০ পয়সা। এরপর দাম বাড়তে বাড়তে শেষ কার্যদিবসের লেনদেন শেষে ৭৪৫ টাকা ৪০ পয়সায় উঠেছে। অর্থাৎ তিনদিনে শেয়ার দাম বেড়েছে ১৪৫ টাকা ৩০ পয়সা বা ২৪ দশমিক ২১ শতাংশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।