ইয়ামিন আহমাদ আদিল (জগন্নাথপুর) :
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের নিউনেশন একাডেমি এন্ড জুনিয়র হাই স্কুল প্রাঙ্গণে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মরহুম মছকন্দর আলী এডুকেশন ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিশু শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৩১ ডিসেম্বর ২০২৫) অনুষ্ঠান সভাপতিত্ব করেন আকিক এফ রাহমান । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হাফিজ সৈয়দ রেজোয়ান আহমদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মাহবুবুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান, কবি ও গবেষক দীনুল ইসলাম বাবুল, এ.ডি.এম ফখর উদ্দিন আহমদ, নয়াবন্দর স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত)অধ্যক্ষ অসীম কুমার ঘঠক, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মামুনুর রহমান হাওলাদার ও সালেহ আহমদ প্রমুখ।
মরহুম মছকন্দর আলী এডুকেশন ট্রাস্ট এই বছর ৩ টি ট্যালেন্টপুল বৃত্তি, ১৫ টি সাধারণ বৃত্তি, ৫০ জন শিক্ষার্থীকে উপহারসামগ্রী নগদ অর্থ প্রদান করে।
অনুষ্টান পরিচালনা করেন অত্র প্রতিষ্টানের অধ্যক্ষ আব্দুল হক।
স্বাগত বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের পরিচালক মইনুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন – আব্দুস সামাদ রানা মিয়া, আজিজুর রাজা চৌধুরী আনা, ফখরুল ইসলাম, আক্তার হুসেন, শাজাহান মিয়া, আব্দুল কাদির, শিক্ষার্থী রাহিম আহমদ ও আবিদ আকরাম প্রমুখ ।
বক্তারা বলেন নিউনেশন একাডেমি এন্ড জুনিয়র হাই স্কুলের মত প্রতিষ্ঠান শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। আর মরহুম মছকন্দর আলী এডুকেশন ট্রাস্টের এই কার্যক্রমকে সকলে সাধুবাদ জানান।
