জগন্নাথপুর টাইমসরবিবার , ২৩ এপ্রিল ২০২৩, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে সরকারী জমি বিক্রির অভিযোগ

Jagannathpur Times BD
এপ্রিল ২৩, ২০২৩ ১০:২২ পূর্বাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি:

ছাতকের সোনালী বাংলা বাজারে সরকারী জমি
বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ।

সুনামগঞ্জের ছাতকের সোনালী বাংলা বাজারে মাকুন্দা নদীর তীরবর্তী
সরকারি জমি বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়াসহ অবৈধ
স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে ইউনিয়ন ভূমি
অফিস জাহিদপুর উপ-সহকারী কর্মকর্তা আশিষ কুমার চক্রবর্তী
ঘটনা স্থল পরিদর্শন করেন ও অবৈধ স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করার জন্য
বলা হয়। অভিযোগ উঠেছে নিষেধ অমান্য করে অবৈধ স্থাপনা নির্মাণ
কাজ চলমান রেখেছেন অবৈধ স্থাপনা নির্মাণকারীরা।
ইউনিয়ন ভূমি অফিস জাহিদপুর কার্যালয় সুত্রে জানা যায়, সোনালী
বাংলা বাজারে মাকুন্দা নদীর তীর সরকারী জমিতে কয়েকমাস আগে লাল
পতাকা টানিয়ে সতর্ক করে দেওয়া হয়। অভিযোগ উঠেছে লাল পতাকা
উপেক্ষা করে অদৃশ্য শক্তির বলে ৬ টি ভিটা বিক্রি করেন বাজার কমিটি।
জানা যায়, এর পর থেকে ওই জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ কাজ শুরু
করেন ক্রেতারা।
এ বিষয়ে সোনালী বাংলা বাজার পরিচালনা কমিটির সভাপতি
(ভারপ্রাপ্ত) আব্দুর রউফ বলেন, সরকারী ওই জায়গা বাজার মসজিদের
উন্নয়নের নামে বিক্রির কথা স্বীকার করেছেন। তবে সরকারী ওই জায়গার
ক্রেতাদের নাম তার মনে নেই বলে জানান তিনি।
এ বিষয়ে ইউনিয়ন ভূমি অফিস জাহিদপুর উপ-সহকারী কর্মকর্তা
আশিষ কুমার চক্রবর্তী ঘটনা স্থল পরিদর্শনের সত্যতা স্বীকার করেছেন।
এ বিষয়ে ছাতক উপজেলা সহকারী কমশিনার (ভূমি) ইসলাম উদ্দিন বলেন,
বিষয়টি জানার পর তাৎক্ষনিক ইউনিয়ন ভূমি অফিস জাহিদপুর উপ-
সহকারী কর্মকর্তা আশিষ কুমার চক্রবর্তীকে ঘটনা স্থলে পাঠানো হয়।
অবৈধ স্থাপনা নির্মান কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে। তিনি আরো
বলেন অবৈধ স্থাপনা উচ্ছেদে বিধি মোতাবেক সকল পদক্ষেপ নেওয়া হবে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।