নিউজ ডেস্কঃ
বাংলাদেশের ২২তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন মো. সাহাবুদ্দিন। তাঁকে নিয়ে বিএনপির আগ্রহ কম জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে যে রাজনৈতিক সঙ্কট সৃষ্টি হয়েছে সেদিকেই বিএনপির মূল দৃষ্টি। তিনি বলেন, আজকে নির্বাচন প্রক্রিয়া গণতান্ত্রিক নয়, নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয়, আমরা যদি অংশগ্রহণ করতে না পারি, বিরোধী দলগুলো যদি অংশগ্রহণ করতে না পারে। একটা নিরপেক্ষ সরকার যদি না হয়, তাহলে সবকিছুই অহেতুক, অর্থহীন হয়ে যাবে। সে কারণেই আমরা তার উপরে জোর দিচ্ছি।
সোমবার (২৪ এপ্রিল ২০২৩) ঢাকার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। সংবিধান অনুযায়ি প্রেসিডেন্ট হচ্ছেন রাষ্ট্রের প্রধান অভিভাবক। যদিও তার নির্বাহী ক্ষমতা অত্যন্ত সীমিত। দুই-একটি বিষয় ছাড়া প্রেসিডেন্টের তেমন কোন ফাংশন নেই। সশস্ত্র বাহিনীর প্রধান ও কিছু আনুষ্ঠানিকতা, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের মধ্যে সীমাবদ্ধ। দৈনিন্দিন বিষয় ও রাজনীতিতে তার কোন ভূমিকা নেই। সংসদে তিনি বছরে একবার বক্তৃতা করেন, সেটাও সরকার তৈরি করে দেয়। সংসদীয় সরকার পদ্ধতিতে সাধারণত প্রেসিডেন্টের ভূমিকা সীমিতই থাকে। কিন্তু তারপরও উনি রাষ্ট্রের প্রধান, স্বাভাবিকভাবেই দেশে বর্তমানে যে রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে এই সময়ে তার গুরুত্ব কম তা মনে করি না। কারণ সামনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের উপর এই দেশের ভবিষ্যত নির্ভর করছে।