জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ২৫ এপ্রিল ২০২৩, ৪ঠা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে ৭১ এর নৃশংস গণহত্যাকে স্বীকৃ‌তি দি‌তে প্রস্তাব করেছে আইএজিএস

Jagannathpur Times Uk
এপ্রিল ২৫, ২০২৩ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংস গণহত্যাকে স্বীকৃ‌তি দি‌তে এক‌টি রেজ্যুলেশন (প্রস্তাব) গ্রহণ করেছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলারস (আইএজিএস)।

সোমবার (২৪এপ্রিল ২০২৩) সংস্থাটি এ প্রস্তাব গ্রহণ করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে জানানো হয়, ‘১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং যুদ্ধাপরাধ হিসেবে সংঘটিত অপরাধ ঘোষণা করে রেজ্যুলেশন’ শীর্ষক শিরোনামে একটি প্রস্তাব গ্রহণ করেছে আইএজিএস।

১৯৯৪ সালে গঠন হওয়া আইএজিএস একটি আন্তর্জাতিক গবেষণাধর্মী সংস্থা। বিশ্বের বিভিন্ন দেশের গণহত্যা নিয়ে সংস্থাটি গবেষণা করে থাকে। তার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের গণহত্যার স্বীকৃতি দিয়েছে তারা।
১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যার সময় সংঘটিত নৃশংসতার আন্তর্জাতিক অঙ্গনে আইএজিএস রেজল্যুশন একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সরকার ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে। গৃহীত প্রস্তাবটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে যথাযথ স্বীকৃতি পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আগামী দিনে সরকার ১৯৭১ সালে বাংলাদেশের গণহত্যার আরও বেশি করে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখতে বদ্ধপরিকর বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে মঙ্গলবার মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইএজিএস এ প্রস্তাবটি উত্থাপনে ভূমিকা রাখেন গণহত্যার শিকার শহীদ বুদ্ধিজীবী সিরাজুদ্দীন হোসেনের ছেলে তৌহিদ রেজা নূর। এছাড়াও গ্রেগরি স্ট্যানটন, হেলেন জার্ভিস, অধ্যাপক অ্যাডাম জোন্স, মফিদুল হক, ইমরান আজাদ ও শাহরিয়ার ইসলাম প্রস্তাবটি উত্থাপনে সহভূমিকা পালন করেন। প্রস্তাবটি উত্থাপন হলে ২০৮ ভোট বাংলাদেশের পক্ষে এবং ৪ ভোট বিপক্ষে যায়।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।