নিউজ ডেস্ক :
সুনামগন্জ জেলার দোয়ারাবাজারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে খাইরগাঁও লতিফিয়া কিশোর ও যুব সমাজকল্যাণ সংস্থা।
দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামের পিএসসি, এসএসসি, এইচএসসি, কামিল, মাষ্টার্স পাস ও হিফজ সম্পন্ন ৪৬জন কৃতি শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় ক্রেষ্ট, বই ও একটি করে গাছের চারা।
বৃহস্পতিবার (১১ মে) বিকেলে খাইরগাঁও গ্রামে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মানিক আহমদের সভাপতিত্বে ও অর্থসম্পাদক শামিম আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু।
বিশেষ অতিথি ছিলেন- নরসিংপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ, ঘিলাছড়া স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক ওয়ারিছ আলী, ইউপি সদস্য ইশ্রাঈল আলী, গ্রামের মুরব্বি সুরুজ আলী, সমাজসেবক মো. আব্দুল্লাহ।
এতে আরোও উপস্থিত ছিলেন- গ্রামের মুরুব্বি সুরুজ আলী, আবদুল হেকিম, সরকুম আলী, সিদ্দেক আলী, ফয়জুর রহমান বলু, আজিজুর রহমান, মোক্তার আলী, সাদিকুর রহমান মানিক, আব্দুর রহমান, ইউনুস আলী, জমশেদ আলী, মুক্তিযুদ্ধা মোজাম্মিল, আলী আসগর, এখলাসুর রহমান আবিদ, মাওলানা জুয়েল আমিন, মাওলানা আরব আলী, প্যারাডাইজ একাডেমির প্রধান শিক্ষক আবুল হাসনাত মোখাদ্দছ আলী, স্বাস্থ্যকর্মী আ,ফ,ম, সালমান প্রমুখ।বিজ্ঞপ্তি