জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ২৩ মে ২০২৩, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়ে গেল এলায়েন্স গ্রুপ অব শাহারপাড়ার ব্যাডমিন্টন প্রতিযোগিতা

Jagannathpur Times BD
মে ২৩, ২০২৩ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

 

শায়েখ কামালী :

ঝাঁকজমকপূর্ন ও আনন্দঘন পরিবেশে তরুণ, যুবক ও প্রবীনদের উপস্থিতিতে যুক্তরাজ্যে এলায়েন্স গ্রুপ অব শাহারপাড়ার উদ্দ্যোগে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার বৃহত্তর শাহারপাড়াবাসীর জন্য এলায়েন্স গ্রুপ অব শাহারপাড়ার উদ্দ্যোগে এক ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সোমবার (২২ মে ২০২৩) লন্ডনের স্পোর্টস ডক সেন্টারে অনুষ্ঠিত খেলায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রতিযোগিরা অংশগ্রহণ করেন প্রতিযোগীরা।

৩২ টিমের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে এই ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন হয়।

খেলা শেষে প্রথম পুরষ্কার বিজয়ী হন জাবের-জুবেদ জুটি।
২য় পুরষ্কার বিজয়ী হন মাসুম-হাফিজুর জুটি।
৩য় পুরষ্কার বিজয়ী হন সফি -শিশু জুটি । ৪র্থ পুরষ্কার বিজয়ী খালিদ-বাদশাহ জুটি।

টুর্নামেন্টের সেরা খেলোয়ার নির্বাচিত হন হাফিজুর রহমান।

এলায়েন্স গ্রুপের সদস্য শায়েখ কামালীর পরিচালনায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন খলকু মিয়া কামালী, ইউছুপ কামালী, তৈয়ব মিয়া কামালী, ফুল মিয়া কামালী, তাহের কামালী, শাহের মিয়া কামালী, খছরুমিয়া সহ শাহারপাড়ার প্রায় শতাধিক তরুণ এবং প্রবীন ব্যক্তিত্ব খেলা উপভোগ করেন।

উপস্হিত সবাই আয়োজকদের সুন্দর আয়েজনের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতে যুক্তরাজ্যের অন্যকোন শহরে
আয়োজনের অনুরোধ করেন।

আয়োজকদের মধ্যে উপস্হিত ছিলেন আশ্বাদুর কামালী, টুনু মিয়া, ওলীদ কামালী, রউজ কামালী, সফু কামালী, জাবির কামালী, সুমন খান, বাবু সালাম জায়গীরদার , সোহান মিয়া ও ইদ্রিস খান।

উল্লেখ্য উক্ত টুর্নামেন্ট স্পন্সর করেছেন শোয়েব কামালী, শাহের মিয়া কামালী, আতাউর রহমান, ফেরদৌস কামালী, রুকন কামালী এবং হোটেল গ্রান্ড শাহ কামাল, সিলেট। বিজ্ঞপ্তি।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।