জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ২৫ মে ২০২৩, ৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সুশাসন প্রতিষ্ঠায় স্থিতিশীলতা বজায় রাখতে হবে-পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান

Jagannathpur Times BD
মে ২৫, ২০২৩ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :

পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান বলেছেন, ‘দেশ আইন ও সংবিধানের নিয়মে চলে। নির্বাচনকে বাধাগ্রস্ত করা, এটা গণতন্ত্রের কাজ নয়। দেশে সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে স্থিতিশীলতা বজায় রাখতে হবে। যারা নির্বাচনকে প্রতিহতের চেষ্টা করবে, নির্বাচন কমিশনের আইনে তাদেরকে বিচার করা হবে। এটা আইনে বলা আছে।’

বৃহস্পতিবার (২৫ মে ২০২৩) সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জস্থ এফআইভিডিবির হলরুমে “সুনামগঞ্জের হাওর এলাকার সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনার নিমিত্ত সম্ভাব্যতা সমীক্ষা” শীর্ষক প্রকল্পের উপর মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, সুনামগঞ্জের মানুষ দীর্ঘদিন অবহেলিত ছিল। বর্তমানে শেখ হাসিনার সরকার সুনামগঞ্জে হাওরপাড়ের মানুষের জীবনযাত্রার মান উন্নত করেছে। আগামী দিনেও শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন কাজ চলমান থাকবে। আসন্ন নির্বাচনেও উন্নয়ন কাজ থেমে থাকবে না। দেশের সকল নির্মাণ প্রকল্পের কাজ চলমান রাখা হবে। তবে নির্বাচনকে সামনে রেখে নতুন কোনো প্রকল্প নেওয়া হবে না। ইতোমধ্যে সুনামগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল ও সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরও নির্মাণ কাজ শুরু হবে। আগামীতে সুনামগঞ্জবাসীর জন্য হাওরের দুর্গম এলাকায় উড়াল সেতু নির্মাণ করা হবে। যাতে বর্ষা-হেমন্তে  লোকজন চলাচল করতে পারে। এটা শেখ হাসিনার নেতৃত্বেই বাস্তাবায়ন করা হবে।

মন্ত্রী আরও বলেন, সুনামগঞ্জের ফসলরক্ষা বাঁধ, স্থায়ী নদী খনন ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে নতুন প্রকল্পে তৈরি করে তা বাস্তবায়ন করা হলে সুনামগঞ্জবাসী উপকৃত হবেন। বর্তমান সরকার হাজার কোটি টাকার প্রকল্পও বাস্তবায়ন করেছে। আর সুনামগঞ্জবাসীর জন্য ৩-৪ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করায় কোনো সমস্যা হবে না।

জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পূর্ব রিজিয়নের মহাপরিচালক এস.এম শহিদুল ইসলাম, সিলেট উত্তর-পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশি মোহন সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা-১) মুহাম্মদ আব্দুর রাকিব, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, হাওর বাঁচাও আন্দোলনের নেতা বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মুক্তিযুদ্ধা অ্যাড. আমজাদ হোসেন, আওয়ামী লীগ নেতা তহুর আলী, সময় টিভির জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, শান্তিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুল হক, কৃষক রাজা মিয়া প্রমুখ।

কর্মশলায় উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

এরপর দুপুর সাড়ে ১২টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে হাওরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  মোরগ ও ভেড়া বিতরণ করেন পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান এমপি।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।