জগন্নাথপুর টাইমসশনিবার , ২৭ মে ২০২৩, ৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

ড. ববলিন মল্লিক কা‌র্ডিফের ‌ লর্ড মেয়রের দায়িত্ব গ্রহণ

Jagannathpur Times BD
মে ২৭, ২০২৩ ৮:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

 

মুহাম্মদ শাহেদ রাহমান :

ড. ববলিন মল্লিক গ্রেটব্রিটে‌নের ওয়েলসের কা‌র্ডিফ সি‌টি কাউন্সিলের লর্ড মেয়র নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।

বাংলাদেশী, বাঙালি নারী জাগরণের অগ্রদূত, কমিউনিটি এক্টিভিস্ট, রাজনৈতিক ড. ববলিন মল্লিক ওয়েলস এর রাজধানী কার্ডিফ সিটি কাউন্সিলের লর্ড মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন।

২৫ মে ২০২৩, বৃহস্পতিবার প্রথমবারের মতো বাংলাদেশী বংশোদ্ভুত ড. ববলিন মল্লিক কার্ডিফ সিটি কাউন্সিলের ১১৮ তম দ্যা রাইট অনারেবল লর্ড মেয়র হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন।

মেয়রের দায়িত্ব গ্রহণ করে ড. ববলিন মল্লিক বলেন – প্রথমবা‌র কোনও বাংলাদেশি হি‌সে‌বে কা‌র্ডিফের লর্ড মেয়র নির্বা‌চিত হ‌য়ে তি‌নি গ‌র্বিত ও আন‌ন্দিত। দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।তিনি নতুন প্রজন্মকে মূল রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানান।

ববলিন মল্লিক আরো বলেন,  কার্ডিফের ১১৮ তম লর্ড মেয়র হওয়া একটি বড় গর্বের বিষয়। আমি ১৬ তম মহিলা লর্ড মেয়র, বাঙালি প্রথম মহিলা এবং কার্ডিফের প্রথম মুসলিম লর্ড মেয়র।

সেইসাথে নাগরিক দায়িত্ব যা করব আমার উপর অর্পণ করা হোক, আমি আমার নির্বাচিত দাতব্য সংস্থাকে চ্যাম্পিয়ন করার জন্য সম্প্রদায়ের মধ্যে আসতে খুব আগ্রহী যেটি হবে ইউকেন প্রোডাকশন। কার্ডিফের কাছে অনেক কিছু দেওয়ার আছে, এবং আমি আমার সামনে ব্যস্ত সময়সূচীর জন্য উন্মুখ।
ইতিমধ্যেই একটি বিস্তৃত সিরিজ ইভেন্টগুলি সংগঠিত করা হচ্ছে যাতে আমরা শহর জুড়ে যতটা সম্ভব সম্প্রদায়ের সাথে দেখা করতে পারি।”

লর্ড মেয়র শহরের নাগরিক কার্যাবলীর প্রধান দূত হিসাবে এবং পূর্ণ কাউন্সিলের সভায় চেয়ারপারসন হিসাবে কাজ করেন।

নবনির্বাচিত লর্ড মেয়র কাউন্সিলর ববলিন মল্লিক সিনসয়েড এবং লেকসাইড-এর একজন কাউন্সিলর।
তিনি ২০১৭ সালে প্রথম কাউন্সিলে নির্বাচিত হন এবং ২০২২ সালে পুনরায় নির্বাচিত হন এবং ২০২৩ সালে এসে কা‌র্ডিফের ‌ লর্ড মেয়রের দায়িত্ব গ্রহণ

উল্লেখ্য ববলিন মল্লিকের স্বামী, সিলেটের বিভাগের সুনামগন্জ জেলার জগন্নাথপুর উপজেলার রাজনৈতিক সচেতন ব্যক্তিত্ব মল্লিক মুসাদ্দেক আহমদ। স্বপরিবারে ওয়েলসে বসবাস করছেন দীর্ঘ দিন ধরে। ।

পৈত্রিক উত্তরাধিকারী হিসেবে বাংলাদেশের মৌলভীবাজা‌রের মেয়ে বাব‌লিন ম‌ল্লিক । বাবা মো. ফিরুজ, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সুপরিচিত ব্যক্তিত্ব।

ছোটবেলায় মা-বাবার সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান ববলিন। এরপর থেকে ওয়েলসের কার্ডিফ বেড়ে ওঠেন ববলিন।

ববলিন সেন্ট ডেভিড রোমান ক্যাথলিক সিক্সথ ফর্ম কলেজে এ লেভেলে পড়াশোনা করেন। মার্লবোরো প্রাইমারি স্কুলে পড়াশোনা করেন, তারপর কর্পাস ক্রিস্টি রোমান ক্যাথলিক স্কুলে পড়াশোনা করেন।

বাবা -মায়ের আদরের পরিবারের তিন সন্তানের মধ্যে কনিষ্ঠ বাবলিন কার্ডিফ বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রিতে বিএসসি ডিগ্রি সম্পন্ন করেন এবং পরে আই বায়োলজিতে পিএইচডি করেছেন।

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।