সুনামগন্জ প্রতিনিধি :
জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২৩ উপলক্ষে সুনামগঞ্জ জেলায় শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবি পুলিন চন্দ্র রায়।
তিনি ২০১৬ সালে সিলেট জেলার এবং ২০১৯ ও ২০২২ সালে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছিলেন।
২১ মে ২০২৩ রবিবার সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের যৌথ স্বাক্ষরিত পত্রে বিষয়টি জানানো হয়।
জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জের ১২টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের মধ্যে প্রতিযোগিতামূলক যাচাই-বাছাই করে পুলিন চন্দ্র রায়কে শ্রেষ্ঠ শিক্ষা অফিসার নির্বাচিত করা হয়েছে।
দেশের বিশিষ্ট কবি ও লিটল ম্যাগাজিন সম্পাদক পুলিন রায়ের এ পর্যন্ত সাতটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এর মধ্যে কবিতার চারটি ও গদ্যগ্রন্থ তিনটি।
সুপরিচিত সাহিত্য সংগঠক পুলিন রায় সিলেট সাহিত্য পরিষদ, অমিয় সাহিত্য পরিষদ ও লোকচর্যা, সিলেটের সভাপতি। ১৯৯০ সাল থেকে তেত্রিশ বছর যাবৎ পুলিন রায় সম্পাদনা করছেন বাংলা ভাষার স্বনামখ্যাত লিটল ম্যাগাজিন ‘ভাস্কর’। কবি দিলওয়ার সংখ্যা ভাস্কর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে রেফারেন্স পাঠ্যভূক্ত।
পুলিন রায় ইতোমধ্যে ইতোমধ্যে যে সব সম্মাননা/পুরস্কার পেয়েছেন সেগুলো হচ্ছে : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘চিহ্ন সম্মাননা'(২০১১), ‘উৎস লেখক সম্মাননা’, ঢাকা(২০১৫), ‘সমুজ্জ্বল সুবাতাস সম্মাননা’, বান্দরবান(২০১৭) ‘মাকুন্দা সাহিত্য পদক’, সিলেট(২০১৯) ও ‘কোরাস সাহিত্য সম্মাননা’ মৌলভীবাজার (২০১৯), সমধারা সম্মাননা (২০১৯), ‘স্বপ্ন কথা’ কলকাতা(২০২৩)। তিনি দীর্ঘদিন সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সভাপতি ও কণ্ঠসাহিত্য এর প্রতিষ্ঠা পরিচালক ছিলেন।
পুলিন রায় ১৯৯৪ সাল থেকে সরকারের প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে মাধ্যমিক শিক্ষা অফিসার পদে কর্মরত আছেন।