সুনামগন্জ প্রতিনিধি :
সুনামগন্জ জেলার দিরাইয়ে সুদখোরদের বিরুদ্ধে ফুঁসে উঠছে এলাকাবাসী। সুদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মৃত্যুবরণকারী দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের মর্মস্পর্শি মৃত্যুর ঘটনায় এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন ঐক্যবদ্ধভাবে তিনদিন প্রতিবাদী কর্মসূচী হাতে নিয়েছে।
তিনদিনই দিরাই থানা পয়েন্টে মানববন্ধন করবেন তারা। সৌম্য চৌধুরী’র অকাল মৃত্যুতে ও মৃত্যুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসকে গুরুত্ব দিয়ে তদন্ত এবং দোষী ব্যক্তিদের শাস্তি একইসঙ্গে দিরাইয়ের সুদখোরদের দৌরাত্মের বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবিতে মঙ্গলবার বিকালে দিরাই থানা পয়েন্টে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা দিরাই শাখা।
সংস্থার সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং মানবাধিকার কর্মী মুসলেম উদ্দীনের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান লাল মিয়া, এমদাদ সর্দার, সাবেক কাউন্সিলর জয়নুল হক চৌধুরী, জসিম উদ্দিন, প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক, হান্নান অর রশিদ, সেবুল রেজা চৌধুরী, কাজী নুরুল আজিজ চৌধুরী, বিথি দাস, সুমন মিয়াসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।