জগন্নাথপুর টাইমসবুধবার , ৭ জুন ২০২৩, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট্রের সভা ও নির্বাচন অনুষ্ঠিত

Jagannathpur Times BD
জুন ৭, ২০২৩ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

 

মুহাম্মদ সালেহ আহমদ :

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের দ্বি-বার্ষিক সাধারণ সভায় বক্তারা বলেছেন, অল্প সময়ে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ব্রিটেনে যতগুলো পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করেছে তার সবগুলোই প্রশংসিত হয়েছে। আর এগুলো সম্ভব হয়েছে শুধুমাত্র ট্রাস্টের সদস্যদের আন্তরিকতা এবং ঐক্যমতের ফলে।

বক্তারা আরো বলেন, ব্রিটেনে প্রথম উপজেলা ভিত্তিক উৎসবের স্বপ্ন দ্রষ্টা ছিল গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট। ব্রিটেনে নিজস্ব প্রপার্টি ক্রয় করে আরেকটি ঐতিহ্য প্রতিষ্ঠার ধারক ও বাহক হয়েছে সোশ্যাল ট্রাস্ট।

গত ৪ জুন রবিবার দুপুর ১ ঘটিকার সময় পূর্ব লন্ডনের চিলড্রেন এডুকেশন সেন্টারে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের দ্বি-বার্ষিক সাধারণ সভায় বক্তারা আরো বলেন, মাত্র পাঁচ বছরের মধ্যে সংগঠনে ৬০০ শতাধিক সদস্য প্রমাণ করে সংগঠনের প্রতি প্রবাসী গোলাপগঞ্জীদের আস্থা ও ভালোবাসা কতটুকু।

দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত। জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহানের উপস্থাপনায় সভার শুরুতে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করেন ট্রাস্টের সদস্য আমির হোসেন।

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিতের স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরে জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহান ট্রাস্টের বার্ষিক রিপোর্ট পেশ করেন। ট্রেজারার বদরুল আলম বাবুল ট্রাস্টের আমানত এবং বোর্ড অব ম্যানেজমেন্ট ও ইসি কমিটির আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন। পরে সেটি সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

দ্বি-বার্ষিক সাধারণ সভার পরেই প্রধান নির্বাচন কমিশনার কাউন্সিলর আব্দুল আজিজ তকি ও কমিশনার শামীম আহমদের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এসময় ট্রাস্টের সদস্যদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিতের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহান ও এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি রায়হান উদ্দিনের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, আমেরিকা প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব আশরাফ উদ্দিন কালাম, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের ভাইস চেয়ারম্যান রুহুল আমিন রুহেল ও মোহাম্মদ আব্দুল মতিন, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক আব্দুল বাছির, সাবেক সাধারন সম্পাদক মাসুক আহমদ, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাবেক সভাপতি ফেরদৌস আলম, ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমদাদ হোসেন টিপু, এসোসিয়েট মেম্বার মোহাম্মদ আলী রিংকু, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের ইসি কমিটির ট্রেজারার বদরুল আলম বাবুল, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া, মেম্বারশিপ সেক্রেটারি মো নুরুল ইসলাম, কালচারাল সেক্রেটারি সালেহ আহমদ, এডুকেশন সেক্রেটারি আব্দুল বাছিত, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মুহিবুল হক, স্পোর্টস সেক্রেটারি সাইফুল ইসলাম, ইয়ুথ সেক্রেটারি মো কবির আহমদ, ইসি মেম্বার তারেক রহমান ছানু, আব্দুল হাকিম চৌধুরী, মাহমুদ মিয়া মানিক, লুৎফুর রহমান, মুফিজুর রহমান চৌধুরী একলিল, মোহাম্মদ সুলতান আহমদ, কবির আহমদ বাদশা, বোর্ড মেম্বার মোহাম্মদ সিরাজুল ইসলাম, মাহমুদ মিয়া মানিক, ওলি আহমদ, শাহিন আহমদ, প্রতিষ্ঠাতা সদস্য হাবিবুর রহমান, মাহমুদুর রহমান শানুর, রোমান আহমদ চৌধুরী, মুকিতুর রহমান মুকিত, হারুন রশিদ মুজিব, সদস্য মোহাম্মদ আব্দুল হাই, আব্দুল কাইয়ূম হান্নান, দেলোয়ার হোসেন লেবু, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, আব্দুল হালিম চৌধুরী, আলতা মিয়া, মাহবুব হোসেন চৌধুরী, মিকাইল চৌধুরী, সৈয়দ তারেক, খালেদ আহমদ, ইয়াহিয়া খান, মোস্তাক আহমদ হেলাল, আবুল হাসনাত নাইছ, সুলতান হায়দার জসিম, সোহেল আহমদ চৌধুরী, আলী হোসেন, সোহেল আহমদ, হাবিবুর রহমান হাবিব, মোহাম্মদ তোফায়েল আহমদ, জামান আহমদ, কাওছার আহমদ, আবু সুফিয়ান, শাহজাহান সিদ্দিকী, জুবায়ের আহমদ চৌধুরী, ইমন আহমদ, তারেক আহমদ, জাবেদ হোসেন, মোহাম্মদ আব্দুল লতিফ, বেলায়েত হোসেন চৌধুরী, আবু সামি মোহাম্মদ জাকারিয়া, মারুফ আহমদ, মিনহাজ আহমদ, রিফাত চৌধুরী প্রমুখ।

বিকাল ৫ ঘটিকার সময় বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটি ২৪ জন নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাউন্সিলর আব্দুল আজিজ তকি ও কমিশনার শামীম আহমদ। এরপর বোর্ড অব ম্যানেজমেন্ট কমিটির প্রথম সভায় কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান নির্বাচিত হন আনোয়ার শাহজাহান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া, আতিকুর রহমান শাফার, মো নুরুল ইসলাম ও সালেহ আহমদ। জেনারেল সেক্রেটারি তারেক রহমান ছানু, জয়েন্ট সেক্রেটারি রায়হান উদ্দিন,
ট্রেজারার সাইফুল ইসলাম, কালচারাল সেক্রেটারি মুফিজুর রহমান চৌধুরী, এডুকেশন সেক্রেটারি আব্দুল বাছিত, স্পোর্টস সেক্রেটারি কবির আহমদ, ইয়ুথ সেক্রেটারি অলি আহমদ, ইসি মেম্বার মোহাম্মদ আব্দুল বাছিত, মোহাম্মদ আব্দুল মতিন, বদরুল আলম বাবুল, লুৎফুর রহমান, মোহাম্মদ সুলতান আহমদ, মোহাম্মদ সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব।

২৪ জন নির্বাচিত বোর্ড মেম্বার হলে গোলাপগঞ্জ পৌরসভা; অলি আহমদ, বাঘা ইউনিয়ন; বাবলুর ইসলাম, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন; মোহাম্মদ জাকারিয়া, মুফিজুর রহমান চৌধুরী
ও মাহবুব হোসেন চৌধুরী, ফুলবাড়ী ইউনিয়ন শাহিন আহমদ, লক্ষীপাশা; আব্দুল বাছিত, বুধবারীবাজার ইউনিয়ন; বদরুল আলম বাবুল ও সালেহ আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন; আনোয়ার শাহজাহান, নুরুল ইসলাম ও রায়হান উদ্দিন, লক্ষনাবন্দ ইউনিয়ন; মোহাম্মদ আব্দুল মতিন, সাইফুল ইসলাম ও মো: কবির আহমদ, আমুড়া ইউনিয়ন সোহেল আহমদ চৌধুরী, ভাদেশ্বর ইউনিয়ন; আতিকুর রহমান শাফার, মোহাম্মদ সুলতান আহমদ ও মোহাম্মদ সিরাজুল ইসলাম, উত্তর বাদেপাশা ইউনিয়ন; মোহাম্মদ আব্দুল বাছিত, লুৎফুর রহমান ও হাবিবুর রহমান হাবিব এবং শরিফগঞ্জ ইউনিয়ন; তারেক রহমান ছানু ও মুহিবুল হক।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।