নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কৃষি অধিদপ্তরে আয়োজনে কৃষকদের মধ্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ জুন ২০২৩) দুপুরে এ বিতরণী কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হোসেন লালন, জগন্নাথপুরের ইউএনও সাজেদুল ইসলাম, কৃষি কর্মকর্তা কাউসার আহমদ প্রমুখ।
কৃষি কর্মকর্তা কাউসার আহমদ জানান, আমন আবাদ বৃদ্ধিতে কৃষকদের উদ্বুদ্বকরণের জন্য বিনামূল্যে জগন্নাথপুরের এক হাজার কৃষকদের মধ্যে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ এমওপি সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।