জগন্নাথপুর টাইমসশুক্রবার , ১৬ জুন ২০২৩, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

সুনামগন্জে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান-২০২৩ সম্পন্ন

Jagannathpur Times BD
জুন ১৬, ২০২৩ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

 

নিজস্ব প্রতিবেদক, সুনামগন্জ :

জেলা প্রশাসন, সুনামগঞ্জের আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার  (১৪ জুন, ২০২৩ ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা প্রশাসক, সুনামগঞ্জ।

জাতীয় শুদ্ধাচার পুরস্কার (২০২২-২০২৩) এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে পুরস্কার গ্রহণ করেন বিজন কুমার সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সুনামগঞ্জ; উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে পুরস্কার গ্রহণ করেন শান্তিগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো: আনোয়ার উজ জামান; ১০-১৬ গ্রেডের শ্রেষ্ঠ কর্মচারীর মধ্যে পুরস্কার গ্রহণ করেন পিন্টু চন্দ্র দাস, উপ-প্রশাসনিক কর্মকর্তা, গোপনীয় শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ এবং ১৭-২০ গ্রেডের শ্রেষ্ঠ কর্মচারীর মধ্যে পুরস্কার গ্রহণ করেন মনজু মিয়া, প্রসেস সার্ভার, জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাকির হোসেন, উপপরিচালক, স্থানীয় সরকার, সুনামগঞ্জ; শেখ মহি উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সুনামগঞ্জ; মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সুনামগঞ্জ; সালমা পারভীন, উপজেলা নির্বাহী অফিসার, সুনামগঞ্জ সদর এবং জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।