জগন্নাথপুর টাইমসবৃহস্পতিবার , ২২ জুন ২০২৩, ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন শেষ! সিলেট শহরে এখন লোডশেডিং শুরু

Jagannathpur Times BD
জুন ২২, ২০২৩ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

সিলেট শহরে এখন লোডশেডিং হয়!  লোডশেডিং, তুমি বোঝলা ক্যামনে? সিলেটে নির্বাচন শেষ!। নিজস্ব ফেইসবুক আইডি থেকে পোস্ট করেছেন সাংবাদিক, সায়েন্স ফিকশন লেখক সালমান ফরিদ।

৫ জুন থেকে লোডশেডিংমুক্ত ‘নির্বাচনী বিদ্যুৎ’ উপভোগ করেছেন সিলেট নগরবাসী। বুধবার (২১ জুন) সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামানের বিজয়ের পর আজ সকাল থেকেই আবার শুরু হয়েছে লোডশেডিং।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য মতে, সিলেটে আজ বিদ্যুতের চাহিদা ১৭১ দশমিক ৫ মেগাওয়াট এবং পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ ১১৩ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে। এর ফলে ৫৮ মেগাওয়াট লোডশেডিং দিতে হচ্ছে, যা চাহিদার ৩৩ দশমিক ৮২ শতাংশ।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা জানান, নির্বাচনের দিন নগর এলাকাগুলোকে লোডশেডিংমুক্ত রাখার নির্দেশনা থাকায় লোডশেডিং হয়নি এবং এখন নির্বাচন শেষ হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদির বলেন, ‘চাহিদার বিপরীতে যে লোড পাওয়া যাচ্ছে, তাতে সিলেট নগরী এলাকায় ৩৩ দশমিক ৮২ শতাংশ লোডশেডিং দিতে হচ্ছে।’

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।