কবি, পাখি হতে পারেনা
লুৎফুর রহমান কামালী
:: ::
বৃক্ষ ভালোবেসে—
যে পাখি হারিয়ে যায় অরণ্যে,
ঋতু চক্রে তারও পালকের ওমে লাগে মিথুন প্রেম।
ডানা থেকে ঝেড়ে ফেলে অতীত দুঃখ।
ভালবেসে,যে ভুলে যায় গোলাপের ঋণ-
তার ঘ্রাণ বুকে ধরে কবি
কবিতার বুকে করে শব্দের চাষ।
আউলা কেশে বাউলা মনে উড়ায়
কষ্ট দহন ধোঁয়ার কালো দীর্ঘশ্বাস।
কিছু মৃত গল্পের পিঙ্গল আঁচড়ে অবিরত
হৃদয়ে রক্ত ক্ষরণ হয় বলেই
কবি,পাখি হতে পারেনা।
ঘোর লাগা নেশায়
রক্ত লাল চোখে অপলক দেখে
তিমির রাতের তারা ভরা আকাশ।
**
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।