নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ( দুপ্রক) , সুনামগঞ্জের আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন এর সহযোগিতায় জেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুন রবিবার সকালে সুনামগঞ্জ শহরের শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।
এ প্রতিযোগিতায় সুনামগঞ্জ সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
এতে সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতর্ক দল চ্যাম্পিয়ান ও এইচ এমপি উচ্চ বিদ্যালয়ের বিতর্ক দল রানার্স আপ হয়েছে।
বিচারক প্যানেলে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও নারী নেত্রী সঞ্চিতা চৌধুরী ও লেখক, কলামিস্ট সুখেন্দু সেন।
বিচারক হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা মাল্টিপারপাস সেন্টারে পরিচালিত ল্যাঙ্গুয়েজ ক্লাবের নির্বাহী পরিচালক ও সরকারি ডিবিডি কলেজের ইংরেজি বিষয়ের সিনিয়র প্রভাষক মোঃ মশিউর রহমান।
এ প্রতিযোগিতায় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি, সুনামগঞ্জের সাধারণ সম্পাদক, প্রথম আলো সুনামগঞ্জ জেলা প্রতিনিধি অ্যাড. খলিল রহমান।