নিউজ ডেস্কঃ
কাঁচামরিচের বাজারে হঠাৎ করেই আগুন। রাজধানী ঢাকার বাজারে এক কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩২০ টাকায়। মফস্বল শহর গুলোর বাজারের খবর নিয়ে জানা গেছে কোথাও এক কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকায় ।
মঙ্গলবার (২৭ জুন) সকালে রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে এই মাত্রাতিরিক্ত দর চোখে পড়েছে। গত দুই সপ্তাহ আগেও ঢাকার বাজার কাঁচামরিচের দাম স্বাভাবিক ছিল। কয়েক দিনের ব্যবধানে ১২০ টাকা থেকে ৩২০ টাকায় পৌঁছেছে কাঁচামরিচ। অর্থাৎ এই সময়ে কেজিপ্রতি এই নিত্যপণ্যের দাম বেড়েছে ২০০ টাকা।
দেশের কৃষকরা যাতে ন্যায্য দাম পান সেজন্য গত বছরের ২৪ আগস্ট থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ ছিল। কিন্তু দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার কারণে সম্প্রতি আমদানির অনুমতি দিয়েছে সরকার।
ইতোমধ্যে ১৫ টনের বেশি কাঁচামরিচ দেশে এসেছে বলে কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। কিন্তু তারপরও কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।
