“আসসালামু আলাইকুম!
পবিত্র ঈদ—উল—আজহা এবং কোরবানী উপলক্ষে যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডসহ বিশ্বের সকল মুসলিম ভাই—বোনদের জানাচ্ছি বাংলাদেশ হাই কমিশন, লন্ডনের পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক।
মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ—উল—আজহা প্রতি বছর আমাদের সকলের জীবনকে আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত করতে আসে। আজকের এই দিনে তাই আমি মহান আল্লাহ তা’লার কাছে এই প্রার্থনা করি যেন পবিত্র ঈদ—উল—আজহার আত্বত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে ওঠে আমাদের সকলের জীবন এবং ধনী—গরিব নির্বিশেষে বিশ্বের সকলের জন্য এই ঈদ বয়ে আনে অনাবিল সুখ, সমৃদ্ধি ও আনন্দ।
প্রবাসি ভাই ও বোনেরা,
বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী পবিত্র ঈদুল—আজহা উপলক্ষ্যে প্রদত্ত বাণীতে ঈদ—উল—আজহার মর্মবাণী অন্তরে ধারণ জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী—সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার উদাত্ব আহ্বান জানিয়েছেন। এই আহ্বানে সাড়া দিয়ে আসুন আমরা সকলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে বাংলাদেশের কল্যাণে এগিয়ে আসার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই।
প্রবাসি ভাই—বোনেরা, আপনারা জেনে রাখুন যে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন সব সময় আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে এবং ঈদের ছুটির মধ্যে আপনাদের কোন জরুরি সেবার প্রয়োজন হলে বাংলাদেশ হাইকমিশনের ২৪ ঘন্টার হেল্পলাইনে যোগাযোগ করতে দ্বিধা বোধ করবেন না।
আবারো পবিত্র ঈদ—উল—আজহার শুভ কামনায় আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক।
জয় বাংলা।
বাংলাদেশ চিরজীবী হোক!