মুহাম্মদ সাজিদুর রহমান :
যুক্তরাজ্যের বিভিন্ন বারায় বসবাসরত ব্রিটিশ-বাংলাদেশী ফাস্ট সিটিজেনদের বিভিন্ন সমস্যা নিরসনে ‘ব্রিটিশ-বাংলাদেশী ফাস্ট সিটিজেন এলায়েন্স’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
সম্প্রতি পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্যের বিভিন্ন বারায় বসবাসরত ব্রিটিশ-বাংলাদেশী ফাস্ট সিটিজেনদের (সাবেক ও বর্তমান মেয়র ও স্পিকারদের) নিয়ে এক সভার আয়োজন করা হয়।
সভায় বিভিন্ন শহর থেকে আগত মেয়র ও সাবেক মেয়র, স্পীকার ও সাবেক স্পীকারদের উপস্থিতি এক মিলন মেলায় পরিণত হয়। দীর্ঘদিন পর একে অন্যের সাথে দেখা হওয়ার পর তারা খোশগল্পে মেতে উঠেন।
সভায় সভাপতিত্ব করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র আব্দুল আজিজ সরদার। সভা পরিচালনা করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার কাউন্সিলর মোহাম্মদ আয়াছ মিয়া।
সভায় সকলের মধ্যে মেলবন্ধন তৈরি করতে, নতুন মেয়র-স্পিকারদের ট্রেনিংয়ের ব্যবস্থা করতে, একটি অরাজনৈতিক সংগঠন হিসাবে দাতব্য (চ্যারিটেবল) কাজের জন্য যুক্তরাজ্যে এবং বিদেশে ব্রিটেনের বাংলাদেশি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা নিরসনে কাজ করার জন্যে ব্রিটিশ-বাংলাদেশী ফাস্ট সিটিজেন এলায়েন্স নামে সংগঠন গঠনের সিন্ধান্ত গৃহীত হয়।
সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন আলোকপাত করেন ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলার পারভেজ আহমেদ, টাওয়ার হ্যামলেট কাউন্সিলর সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক স্পিকার খালেছ উদ্দীন আহমেদ, সাবেক স্পিকার আব্দুল মুকিত চুনু এমবি ই, সাবেক মেয়র সেলিম উল্লাহ , সাবেক মেয়র শফিকুল হক, সাবেক মেয়র আবুল আসাদ, সাবেক মেয়র মতিনুজ্জামান, সাবেক মেয়র মিজান চৌধুরী, সাবেক মেয়র দরছ উল্লাহ, ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর হুমায়ুন কবির, ইজলিংটন কাউন্সিলের সাবেক মেয়র জিলানী চৌধুরী, মোভেলী কাউন্সিলের সাবেক চেয়ার কাউন্সিলের জাহাঙ্গীর হক, বার্কিং এন্ড ডেগেনহ্যাম কাউন্সিলের সাবেক মেয়ের ফারক চৌধুরী, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক মেয়র দরছ উল্লাহ, সাবেক মেয়র রাজীব আহমদ, রেডব্রিজ কাউন্সিলের বর্তমান মেয়র জোসনা ইসলাম, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলর সাবিনা আখতার, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক স্পিকার সাফি আহমেদ, মিডিয়া ব্যক্তিত্ব ফরহাদ মাসুদ খান।
সভায় প্রাক্তন স্পিকার কাউন্সিলর মোঃ আয়াছ মিয়াকে সমস্ত আইনি ও অফিসিয়াল কাঠামো প্রক্রিয়া শুরু করার জন্য দায়িত্ব দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি