জগন্নাথপুর টাইমসশনিবার , ৮ জুলাই ২০২৩, ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

নিবেদিত প্রাণ হলে জনগণের ভালোবাসা পাওয়া যায়- ফেঞ্চুগঞ্জে মন্ত্রী ইমরান আহমদ

Jagannathpur Times BD
জুলাই ৮, ২০২৩ ৮:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক , সিলেটঃ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, সাফল্য অর্জন করতে হলে লেগে থাকতে হয়।  নিবেদিত প্রাণ হলে জনগণের ভালোবাসা পাওয়া যায়। দক্ষ এবং প্রশিক্ষিত মানবসম্পদ না হলে স্মার্ট বাংলাদেশ গড়া যাবে না। শেখ হাসিনার সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সরকারের দৃশ্যমান উন্নয়নের কথা স্বীকার করতে হবে, প্রচার করতে হবে।

শুক্রবার (০৭ জুলাই) বিকেলে সিলেটের ফেঞ্চুগঞ্জে নবনির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকন ও ছাত্রনেতা মাফফুজুর রহমান জাহাঙ্গীরের  যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট ৩ আসনের সাংসদ  হাবিবুর রহমান হাবিব, টিটিসি প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মো. সাইফুল হক চৌধুরী,  সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক  মুহিব উদ্দিন বাদল প্রমুখ।

তিনি আরও বলেন, টিটিসি’র প্রশিক্ষণার্থীরা দেশে বিদেশে কর্মসংস্থানের সুযোগ ও সম্মান পাবেন। এখন বিদেশ থেকে দক্ষ শ্রমিকের চাহিদা বেশি আসে। দক্ষ শ্রমিকেরা বিদেশে গেলে দেশের রেমিট্যান্স প্রবাহ বাড়বে।

মন্ত্রী ইমরান আহমদ ফেঞ্চুগঞ্জে টিটিসি প্রতিষ্ঠায় মরহুম এমপি  মাহমুদ উস সামাদ চৌধুরী এবং বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিবের অক্লান্ত প্রচেষ্টার কথা স্মরণ করেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।