নিউজ ডেস্ক :
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতা চেয়েছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)।
ঢাকা সফরে আসা ইইউ’র প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকে জাপা বলেছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ দরকার।
শনিবার (১৫ জুলাই ২০২৩) গুলশানে বৈঠক শেষে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, দেশের মানুষ চায় নিরপেক্ষ নির্বাচন। সেজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ দরকার। এজন্য সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা প্রয়োজন।
বৈঠকে আরও ছিলেন, জাপা চেয়ারম্যান জি এম কাদের এবং তার বিশেষ দূত মাশরুর মওলা। মাশরুর মওলা সমকালকে বলেন, ইইউ প্রতিনিধিরা জানিয়েছেন আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে তারা পর্যবেক্ষক পাঠাবেন। ইইউ’র এই অবস্থানকে জাপা স্বাগত জানিয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।