রিয়াজ রহমান :
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ভূরাখালী গ্রামে প্রয়াত জাতীয় নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ এর নামেই আব্দুস সামাদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। দীর্ঘদিন যাবত কর্মরত শিক্ষকরা আইনের অপব্যবহার করে সংশ্লিষ্ঠ কর্মকর্তাকে ম্যানেজ করে বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে।
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ভূরাখালী গ্রামে প্রয়াত জাতীয় নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ এর নামেই আব্দুস সামাদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। দীর্ঘদিন যাবত কর্মরত শিক্ষকরা আইনের অপব্যবহার করে সংশ্লিষ্ঠ কর্মকর্তাকে ম্যানেজ করে বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে।
এ ব্যপারে ভূরাখালী গ্রামবাসী কর্তৃক স্বাক্ষরিত পৃথক দুটি অভিযোগ দায়ের করেন।
গত ১২জুলাই উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন বিদ্যালয়ে ৪জন শিক্ষক কর্মরত রয়েছেন। এর মধ্যে সহকারী শিক্ষক মিল্টন চন্দ্র ধর ও দেবাশীষ তালুকদার সংযুক্তির মাধ্যমে অন্য বিদ্যালয়ে বদলি হলেও তাদের দেয়া সংযুক্ত শিক্ষক রিংকু তালুকদার ও মণিবালা দাস আব্দুস সামাদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাননি।
বিদ্যালয়ে কর্মরত থেকেও সহকারি শিক্ষকা ফুলমতি বেগম বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।
তাদের পরিবর্তে খন্ডখালিন শিক্ষক হিসেবে জেবা বেগম, লিলি বেগম ও রাশেদা বেগম পাঠদান করছেন।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজাজুল হক চৌধুরী জানান, সংযুক্তিতে বদলি হওয়া শিক্ষক রিংকু তালুকদার ও মনিবালা দাস এবং বিদ্যালয়ে কর্মরত ফুলমতি বেগম বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।
জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ দাস বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করে তার সত্যতা পান এবং অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে দ্রæত আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।