জগন্নাথপুর টাইমসবুধবার , ১৯ জুলাই ২০২৩, ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

শাহারপাড়া শাহ কামাল উচ্চ বিদ্যালয়কে কলেজিয়েটে রুপান্তিরত করার আহ্বান – লন্ডনে হোসনে আরা কামালী

Jagannathpur Times BD
জুলাই ১৯, ২০২৩ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

সায়েখ কামালী :

যুক্তরাজ্য সফররত মদনমোহন সরকারী কলেজ, সিলেট এর সহযোগী অধ্যাপক,  বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান, কবি ও  প্রাবন্ধিক, হোসনে আরা কামালীর সম্মানে ইয়াং জেনারেশন অব শাহার পাড়া ইউকে এর উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান পূর্ব লন্ডনের স্হানীয় একটি হলে সম্পন্ন হয়।

সোমবার (১৭ জুলাই) লন্ডনে ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালীর সভাপতিত্বে এবং শায়েখ কামালী ও হারিক কামালীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুস সোবহান কামালী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র শাহ আলম কামালী।

অতিথির মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর সাবিয়া কামালী, কাউন্সিলর আসমা ইসলাম, কাউন্সিলর সাবিনা আক্তার, কাউন্সিলর সাবিনা খান, বুয়েটের সাবেক মেধাবী ছাত্র ইন্জিনিয়ার সদরুল হোসেন কামালী, সাবেক কাউন্সিলর রুহল আমিন, সাবেক কাউন্সিলর এহতেশামুল হক, তাহের কামালী, মানিক মিয়া কামালী, আব্দুস সোবহান কামালী, আপেল মাহমুদ, মতিউর রহমান কামালী।

আরও বক্তব্য রাখেন আবির মিয়া কামালী, খালেদ কামালী,আবু বক্কর খান, সাদিক
কামালী, আবদুল আউয়াল সেজু, মারুফ উদ্দিন, আরিফ হাসান টুনু  প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন জিতু মিয়া কামালী, বোরহান কামালী, ফেরদৌস কামালী, শাফি মিয়া কামালী, জেন্টু কামালী, শানুর কামালী, আওলাদ কামালী, খছরুল কামালী, আওলাদ কামালী, রফু কামালী, লুৎফুর কামালী, কিশোর মিয়া, ওলীদ কামালী, রউজ কামালী, সুমন খান, সোহান মিয়া, রায়হান কামালী, কামরান কামালী, সিদ্দেক কামালী, ছুনু কামালী, আমিনুর কামালী, জাহেদুর কামালী, নোমান কামালী সহ আরও অনেক।

সংবর্ধিত অতিথির বক্তব্যে অধ্যাপক হোসনে আরা কামালী প্রবাসীদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন –  এলাকার শিক্ষা বিস্তারে অবদান রাখার জন্য এবং আগামীতে শাহারপাড়া শাহ কামাল উচ্চ বিদ্যালয়কে কলেজিয়েট স্কুলে রুপান্তিরত করার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার আহব্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।