জগন্নাথপুর টাইমসবুধবার , ২ আগস্ট ২০২৩, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে হাইকমিশনারের সঙ্গে এনআরবি চেয়ারপার্সনের বৈঠক অনুষ্ঠিত

Jagannathpur Times BD
আগস্ট ২, ২০২৩ ৯:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

মুহাম্মদ সালেহ আহমেদ :

লন্ডন সফররত সেন্টার ফর এনআরবি এর চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরী যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের সঙ্গে লন্ডন হাইকমিশনে এক বৈঠক করেছেন। গত ৩১ জুলাই সোমবার এই বৈঠক হয়।

এসময় এম এস সেকিল চৌধুরী গত ২৫ জুলাই লন্ডনে অনুষ্ঠিত এনআরবি’র ইউকের কনফারেন্স ২০২৩ এর বিষয়ে হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে অবহিত করেন।

বিশেষত প্রবাসীদের উত্থাপিত পাওয়ার অব অ্যাটর্নী সহজিকরণ, এনআইডি কার্ড ও বিমানের ভাড়া বৈষম্য ও সিলেটে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট উঠানামা বিষয় তুলে ধরেন।

হাইকমিশনার অত্যন্ত মনোযোগ সহকারে বিষয়গুলো শুনেন এবং আইনি কাঠামোর মধ্যে থেকে বিষয়গুলো নিরসনে প্ৰচেষ্টা অব্যহত রাখার পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনার আশ্বাস দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ হযরত আলী খাঁন, এনআরবি সেন্টার সাপোর্ট গ্রুপ ইউকে প্রতিনিধি আবুল হোসেন ও সাপোর্ট গ্রুপ ইউকের মিডিয়া মেম্বার এম এ জামা।

উল্লেখ্য, গত ২৫ জুলাই সেন্টার ফর এনআরবি’র ইউকের কনফারেন্স ২০২৩ লন্ডনের স্টার্টফোর্ড সিটির একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও কমিউনিটি নেতৃবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।