আমিনুল হক ওয়েছ, ম্যানচেষ্টার থেকে :
যুক্তরাজ্যের ম্যানচেষ্টারে বাংলাদেশ সহকারী হাইকমিশনে উদ্দ্যোগে অনুষ্ঠিত হলো আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধুর জৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ম্যানচেষ্টারস্থ সহকারী হাইকমিশনের হল রুমে ।
সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসান এর সভাপতিত্ত্বে শুরুতে রাষ্ট্রপতি ও প্রধান মন্ত্রীর বাণী পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের পরিচালনা করেন দূতাবাস প্রথম সেক্রেটারী মল্লিক মনিরুজ্জামান।
এসময় ফুল দিয়ে শেখ কামালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পাশা-পাশি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় এবং তাঁর দেশ প্রেমের বিভিন্ন উদ্্েযতি দিয়ে বক্তরাখেন বক্তাগণ।
উক্ত অনুষ্টানে বক্তরাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগ গ্রেটার ম্যানচেষ্টার শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদূর রহমান বুলু, যুগ্ম-সম্পাদক রুহুল আমীন চৌধুরী মামুন, সাংবাদি মিজানুর রহমার মিজান, আব্দুল হান্নান, সাংবাদি সৈয়দ সাদেক আহমদ,নাজমা ইয়াসমিন, মোহাম্মদ লস্কর, মুকিত চৌধুরী সিতু, শেখ জাফর আহমদ, সাংবাদি আমিনুল হক ওয়েছ প্রমুখ।
আবাহনীর হকি টিমের সাবেক অধিনায়ক মিজানুর রহমার মিজান উদ্দ্যোগে, ম্যানচেষ্টার সহকারী হাই কমিশন সার্বিক সহযোগিতায় অনুষ্টিত্ব ব্যাডমিন্টন টুর্নামেন্টর বিজয়ী টিম মোহাম্মদ লস্কর-ফয়সল, রানার্স আপ জিয়াউল-সিতু এর হাতে পুরুষ্কার তুলে দেয়া হয়। শেখ কামাল সহ মহান মুক্তিযুদ্ধ সকল শহীদদের রুহের আন্তার শান্তি কামনায় মোনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা কেরন হাইকমিশনের সোসাল সেক্রেটারী জিল্লুর রহমান।