জগন্নাথপুর টাইমসমঙ্গলবার , ৮ আগস্ট ২০২৩, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. খেলা
  3. গ্রেট ব্রিটেন
  4. ধর্ম
  5. প্রবাসীর কথা
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. ল এন্ড ইমিগ্রেশন
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সাহিত্য
  15. সিলেট বিভাগ
 
আজকের সর্বশেষ সবখবর

শান্তিগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন আরও ৫০টি ভূমিহীন পরিবার

Jagannathpur Times BD
আগস্ট ৮, ২০২৩ ৯:২১ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :

মুজিববর্ষ উপলক্ষ্যে শান্তিগঞ্জে আরও ৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর। জমি ও গৃহ প্রদানের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) আনোয়ার উজ জামান এই তথ্য জানান।

সোমবার (৭ আগস্ট ২০২৩) বিকেলে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, এসিল্যান্ড সকিনা আক্তার, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাত হোসেন ভূঁইয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ, সহ সভাপতি মোঃ নুরুল হক, সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, আরটিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শহীদ নুর আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, আগামী ৯ আগস্ট সারাদেশে একযোগে উপহারের ঘর হস্তান্তরের  উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আনোয়ার উজ জামান জানান, ৪র্থ পর্যায়ে আগামী ৯ আগস্ট দুই শতাংশ জমি, দলিল নামজারির খতিয়ানসহ সেমিপাকা ঘর পাবেন ৫০টি ভূমিহীন পরিবার। দুর্যোগ সহনীয় টেকসই আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একেকটি ঘর তৈরিতে ব্যয় হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি।